West Bengal News LIVE: দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব : মমতা
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: আজ থেকে শুরু মাধ্যমিক। মেয়ের জন্মদিনে বিচার চেয়ে পথে নামল অভয়ার পরিবার। নিউটাউনকাণ্ডে টোটো চালক গ্রেফতার। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ICDS কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ।লুকিয়ে ছাত্রীর ছবি তোলার অভিযোগে টোটো চালকের গ্রেফতারি ঘিরেও তৃণমূল বনাম তৃণমূল।
West Bengal News LIVE: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ, একাধিক বিষয়ে আপত্তি বিজেপির
বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ, একাধিক বিষয়ে আপত্তি বিজেপির । রাজ্যপালের ভাষণে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের উল্লেখ, বিরোধিতা বিজেপির
Madhyamik 2025: কলকাতার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ঘুরে দেখলেন সিপি
শুরু মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। পরীক্ষা দিতে যাওয়ার সময় আর ফেরার সময় স্পেশাল বাসের আয়োজন। কলকাতার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ঘুরে দেখেন সিপি। পরীক্ষার্থীদের ফুল-চকোলেট বিলি করে কলকাতা পুলিশ।






















