West Bengal News Live Updates: BLO-দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কমিশনে নালিশ বিরোধী দলনেতার
West Bengal Weather Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
কলকাতা : দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর, সাইবার ক্রাইমে নালিশ সৌমেন্দু অধিকারীর। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে নালিশ কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর। দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগে সোমবার ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর। সাজানো ভিডিওর তত্ত্ব দিল্লি পুলিশের। 'দিল্লি পুলিশের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ইচ্ছাকৃতভাবে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে', দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে চিঠি সৌমেন্দু অধিকারীর।
SIR বিতর্কে দিল্লিতে প্রতিবাদ তৃণমূলের। সংসদ ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। 'ভোট চুরি বন্ধ করো', প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূলের। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে বিক্ষোভ। সংসদ ভবনের মকর দ্বারে ইন্ডিয়া জোটের বিক্ষোভ।
'গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে আদালত', বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 'নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। আইন অনুযায়ীই কমিশন কাজ করবে বলে মনে করি। কিন্তু গণহারে ভোটার তালিকায় নাম বাদ গেলে হস্তক্ষেপ করবে আদালত', জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । বিহারে SIR চ্যালেঞ্জ করে মামলা। ১২-১৩ অগাস্ট ফের শুনানি। খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে মামলা । 'খসড়া তালিকায় নাম বাদ, ভোটাধিকারের অধিকার থেকে বঞ্চিত', বিহারে SIR নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল, প্রশান্ত ভূষণ। 'গণহারে নাম বাদ দেওয়া নয়, গণহারে নাম অন্তর্ভুক্ত করা উচিত', বিহারে SIR নিয়ে গতকাল পর্যবেক্ষণে এমনই বলেছিল সুপ্রিম কোর্ট।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ২১ জুলাইয়ের হোর্ডিং লাল শালুতে ঢেকে দেওয়ায় পুলিশের বাধা, কলেজ স্ট্রিটে SFI-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা বাধে SFI সদস্যদের। শেষপর্যন্ত ২১ জুলাইয়ের হোর্ডিং লাল শালু দিয়ে ঢেকে দেওয়া হয়। দ্রুত জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন-সহ একাধিক দাবিতে আজ কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি ছিল SFI-এর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে মঞ্চ তৈরির অনুমতি না মেলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকে মঞ্চ তৈরির করা হয়। কিন্তু সেখানে লাগানো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ২১ জুলাইয়ের হোর্ডিং। সেই হোর্ডিং লাল শালু দিয়ে ঢাকতে যাওয়ায় বাধা দেয় পুলিশ। এই নিয়ে উত্তেজনা ছড়ায়।
'বাংলায় সব আছে, বাংলাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। যাকে তাকে রোহিঙ্গা বলে পুশব্যাক করা হচ্ছে। আমাদের ভিক্ষে করার দরকার নেই। বাংলা মাথা নিচু করে চলে না, লড়াই করতে জানে। অসমে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। অন্যভাষাকে বাংলা অসম্মান করে না। দরকার হলে জীবন দেব, আমার ভাষা কাড়তে দেব না। BLO-রা কাউকে হেনস্থা করবেন না। ক্ষমতায় থাকতে বিজেপির অত্যাচার। বাংলার মেধা সারা পৃথিবীকে চালায়, বাংলা সকলের থেকে এগিয়ে', বললেন মমতা।
WB News Live Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী
মালদার পরিযায়ী শ্রমিকের পরিবারকে দিল্লিতে হেনস্থার অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। পাল্টা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাইব ওরা ফিরে আসুক, বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে, সে তো প্রমাণিত হয়ে যাবে।
West Bengal News Live Update: BLO-দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কমিশনে নালিশ বিরোধী দলনেতার
BLO-দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কমিশনে নালিশ বিরোধী দলনেতার। 'এই ভাবে সরকারি কর্মীদের চাপ দেওয়া হচ্ছে' । 'কমিশনের স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জ করলে, কীভাবে স্বচ্ছ নির্বাচন সম্ভব?'
ভোটে কারচুপির চেষ্টা, কমিশনকে চিঠি দিয়ে নালিশ শুভেন্দুর । 'BLO-দের তালিকা সব রাজনৈতিক দলকে দিতে হবে'। BLO-দের তালিকা কমিশনের ওয়েবসাইটে দিতে হবে, দাবি শুভেন্দুর ।






















