West Bengal News LIVE: 'হিন্দু বাঁচাও, মমতা ভাগাও', স্লোগান তুললেন শুভেন্দু
West Bengal LIVE News Updates: জেলা থেকে রাজ্যে সব খবরের সব আপডেট দেখুন...

Background
মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় জাতীয় মহিলা কমিশন। ধুলিয়ানের পর বেতবোনায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। দাঙ্গা বিধ্বস্ত এলাকায় আক্রান্তদের সঙ্গে কথা কমিশনের সদস্যদের। বিএসএফ ক্যাম্প ও NIA তদন্তের দাবি এলাকাবাসীর একাংশের। 'মুর্শিদাবাদ পরিস্থিতির ওপর নজর রাখছেন খোদ অমিত শাহ। বাংলা থেকে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট', আক্রান্তদের আশ্বাস জাতীয় মহিলা কমিশনের। লক্ষ্মীর ভাণ্ডার নয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, জাতীয় মহিলা কমিশনের সামনে ক্ষোভ উগরে দিলেন ঘরছাড়ারা।
CPIM Brigade: রাত পোহালেই কাল বামেদের ব্রিগেড সমাবেশ
রাত পোহালেই কাল বামেদের ব্রিগেড সমাবেশ। ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। আজ সন্ধে ব্রিগেড পরিদর্শনে যান সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেলা থেকে কলকাতার পথে বাম কর্মী-সমর্থকরা। ব্রিগেড সমাবেশে উঠে আসবে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব । বাদ যাবে না মুর্শিদাবাদের ঘটনা বা রে ২৬ হাজার চাকরি বাতিল ইস্যু।
Governor Murshidabad: শনিবার দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্য়পাল
মুখ্য়মন্ত্রীর আপত্তির পরও শনিবার দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্য়পাল। পরিদর্শন করলেন বিভিন্ন দুর্গত এলাকা। তাঁকে সামনে পেয়েই কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্তরা। উঠল স্থায়ী BSF-ক্যাম্পের দাবি। তবে রাজ্য়পালের এই যাওয়া নিয়ে কটাক্ষ করতে ভোলেনি তৃণমূল।






















