West Bengal News LIVE: ধসের পর ভয়াবহ ছবি উত্তরবঙ্গে, 'আমরা সবাই ক্ষতিগ্রস্তদের পাশে আছি, শান্ত থাকুন', আবেদন মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস দেখুন...
LIVE

Background
ধসের পর ভয়াবহ ছবি উত্তরবঙ্গে। প্রায় নিশ্চিহ্ন মিরিকের আস্ত গ্রাম। বাড়ি ঘর ধসের তলায়। এখনও নিখোঁজ অনেকে। বোল্ডার পড়ে অবরুদ্ধ রাস্তা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাঁরা দুর্যোগে আক্রান্ত তাঁদের অনেক ক্ষতি হয়েছে। সবার কাছে আমার আবেদন, দুর্যোগে ক্ষতি কাটিয়ে উঠতে হবে। আমরা সবাই ক্ষতিগ্রস্তদের পাশে আছি। তাই দয়া করে সবাই শান্ত থাকুন। এই সময় কোনও অপ্রিয় ঘটনা কাম্য নয়'।
Supreme Court: ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে সিলমোহর সুপ্রিম কোর্টের
৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে সিলমোহর সুপ্রিম কোর্টের। রাজ্যপাল ও রাজ্য সরকার একমত হওয়ার পর নামে সিলমোহর সর্বোচ্চ আদালতের। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় সহ ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে সিলমোহর। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মুর্মু বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে সিলমোহর সুপ্রিম কোর্টের
BJP News: ত্রাণ দিতে গিয়ে এবার 'আক্রান্ত' কুমারগ্রামের বিজেপি বিধায়ক
ত্রাণ দিতে গিয়ে এবার 'আক্রান্ত' কুমারগ্রামের বিজেপি বিধায়ক। খগেন মুর্মু, শঙ্কর ঘোষের পর এবার 'আক্রান্ত' মনোজ ওঁরাও। তৃণমূলের বিরুদ্ধে বিধায়ককে হেনস্থার অভিযোগ বিজেপির। ত্রাণ দিতে বাধা, এলাকায় ঢুকতেই পারলেন না বিজেপি বিধায়ক।






















