West Bengal News Live Updates:ভোটের প্রচারে ফের রাজ্যে প্রধানমন্ত্রী মোদি
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
ভোট ব্যাঙ্কের রাজনীতির অভিযোগে মোদির নিশানায় মমতা। বিজেপির কথায় চলছে সিবিআই-ইডি, অভিযোগ তৃণমূলের।
সন্দেশখালির ভাইরাল-সিরিজে তোলপাড়। গোধরা-পুলওয়ামার সঙ্গে তুলনা টেনে আক্রমণে অভিষেক।
স্টিং-কাণ্ডে নীরব থেকেও হুঙ্কার অমিত শাহের।
এক সপ্তাহে তিন-তিনটি ভাইরাল ভিডিও। তৃণমূলের অভিযোগে মাম্পির পর এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে FIR পুলিশের। ২ বিজেপি নেতার বিরুদ্ধেও মামলা।
সন্দেশখালির ভাইরাল ভিডিও-কে হাতিয়ার তৃণমূলের। মিথ্যে অভিযোগে অশান্তি নালিশ। রক্ষাকবচ থাকায় শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে যাচ্ছে পুলিশ।
ভাইরাল ভিডিওয় সন্দেশখালিতে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানোর দাবি। বিজেপি কর্মী মাম্পির বিরুদ্ধে ভয় দেখিয়ে মিথ্যা মামলার ধারা যোগ করল পুলিশ।
সন্দেশখালির একের এক ভিডিওয় তোলপাড়। রামপুরহাটে সভার পরে শাহ-শুভেন্দু বৈঠক।
ছবি ব্যবহার করে ফেক ভিডিও-র অভিযোগ। হাইকোর্টে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। সোমবার মামলার শুনানি। আদালতে গেলেই অপরাধমুক্ত হওয়া যায় না, পাল্টা চন্দ্রিমা।
সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ, রেখা শর্মার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহার, পাল্টা চিঠি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের।
সিবিআই তদন্ত, কোর্টে মামলা চলাকালীনই কেন স্টিং? সন্দেশখালিকাণ্ডে এবার তৃণমূলকে নিশানা অসমের মুখ্যমন্ত্রীর। সত্যি সামনে আসতেই দিশেহারা বিজেপি, পাল্টা শান্তনু।
ইডির নজরে শেখ শাহজাহানের ব্যবসার ১২জন পার্টনার। ১০ দিনে ধাপে ধাপে তলব। তলব সত্ত্বেও গরহাজির শাহজাহানের শ্যালক, জামাই।
রাজভবনের প্রত্যাখ্যান, পূর্ত দফতরের ৮ঘণ্টার ফুটেজ পুলিশের হাতে। কারা সেদিন অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন? জানতে চায় লালবাজার।
ক্ষমতা থাকলে করিডোরের ভিডিও দেখান। শ্লীলতাহানির অভিযোগ-বিতর্কে ফুটেজ প্রকাশের পর রাজ্যপালকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের।
সন্দেশখালি থেকে দুর্নীতি, ফের উল্টো ঝুলিয়ে সোজা করার হুঙ্কার অমিত শাহর।
ভোটের সাত দফাতেই বিজেপিকে ভাঙার হুঙ্কার অভিষেকের।
ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হুমকি, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ বিজেপির। হুমায়ুন কবীরকে শোকজ করল নির্বাচন কমিশন।
বিচারপতি অমৃতা সিন্হার স্বামীর বিরুদ্ধে দায়ের মামলায় হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট। এফআইআরের মধ্য়ে রাজনীতি টানবেন না। রাজ্যের উদ্দেশে কড়া মন্তব্য সর্বোচ্চ আদালতের।
হিডকোর জমি দখল করে কী করে তৃণমূলের অফিস! নিজেের সম্পত্তি কেন রক্ষা করতে পারছেন না? বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার।
WB News Live Updates: অমিত শাহের সভামঞ্চে উঠতে দেওয়া হয়নি 'তাঁকে'
অমিত শাহের সভা মঞ্চে তাঁকে উঠতেই দেওয়া হয়নি। দেখাও করতে দেওয়া হয়নি অমিত শাহের সঙ্গে। দাবি প্রাক্তন আইপিএস ও বিজেপির রাজ্য় এক্সিকিউটিভ কমিটির সদস্য় দেবাশিস ধরের।
WB News Live Updates: কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা
দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি, নানুরে বাজ পড়ে ২জনের মৃত্যু। নানুরে বজ্রপাতে ১ মহিলা-সহ ২জনের মৃত্যু, ৫জন আহত। কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা। উঃ ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।
West Bengal News Live Updates:বালি বোঝাই ট্রাক উল্টে ২ পথচারীর মৃত্যু, আশঙ্কাজনক ১
বালি বোঝাই ট্রাক উল্টে ২ পথচারীর মৃত্যু, আশঙ্কাজনক ১। উঃ ২৪ পরগনার দত্তপুকুরে বালি বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা। বালি বোঝাই ট্রাকের তলায় চাপা পড়ে ২ পথচারীর মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় বারাসাত মেডিক্যাল কলেজে ১জন ভর্তি। দোকানে ধাক্কা মেরে উল্টে যায় বালি বোঝাই ট্রাক। বালির স্তূপে আর কেউ আটকে আছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ।
WB News Live Updates: শাহের সভা মঞ্চে 'ব্রাত্য' দেবাশিস
বীরভূমের রামপুরহাটে অমিত শাহের সভা মঞ্চে তাঁকে উঠতেই দেওয়া হয়নি। দেখাও করতে দেওয়া হয়নি অমিত শাহের সঙ্গে। দাবি প্রাক্তন আইপিএস ও বিজেপির রাজ্য় এক্সিকিউটিভ কমিটির সদস্য় দেবাশিস ধরের। রাজ্য় ও বীরভূম জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
West Bengal News Live Updates: বিজেপিকে আক্রমণ মমতার
'সন্দেশখালি নিয়ে নাটক করেছে, মিথ্যা কথা ধরা পড়ে গিয়েছে। সন্দেশখালির মহিলাদের দিয়ে কী লিখিয়ে নেওয়া হয়েছে, তা তাঁরা জানতে পারেননি'
সপ্তগ্রামের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।