West Bengal News Live: আজ স্নানযাত্রা। পুরী থেকে দিঘা, মাহেশ থেকে আমদাবাদ, চারদিকে সাজো সাজো রব
West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এক নজরে

Background
সন্ত্রাসে মদত, বিশ্বমঞ্চে কীভাবে পাকিস্তানের পর্দাফাঁস? বিদেশ থেকে ফেরা সাংসদদের সঙ্গে দেখা করে রিপোর্ট নিলেন প্রধানমন্ত্রী। হাজির অভিষেক-শমীক।
দেখা হল, করমর্দনও হল, কিন্তু কথা হল না মোদি-অভিষেকের। বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খোলায় সর্বদলীয় কমিটির ভূূমিকায় খুশি প্রধানমন্ত্রী।
সেনাকে সম্মানের প্রস্তাবেও উত্তাল বিধানসভা। কেন নেই অপারেশন সিঁদুরের উল্লেখ? প্রশ্ন শুভেনদুর। দেশের সর্বনাশ বিজেপি, আপনি দেশের লজ্জা,' পাল্টা মুখ্যমন্ত্রী।
দেশের সর্বনাশ করেছে বিজেপি। কীভাবে জঙ্গি অনুপ্রবেশ? পহেলগাঁওকাণ্ডের প্রসঙ্গ টেনে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মন্তব্য নিয়ে মিথ্যে ভাষণের অভিযোগ। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস তৃণমূলের।
ভোট এলে যেন আর কোনও পুলওয়ামা না হয়। বিধানসভায় তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে বিজেপি সরকারের পদত্যাগের দাবি।
বিধানসভায় শাসক-বিরোধী সংঘাত। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় অগ্নিমিত্রা।আপনি ফ্যাশন নিয়ে বললে শুনব, রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর।
ওবিসি সংরক্ষণ নিয়েও বিধানসভায় সংঘাত। ধর্মের ভিত্তিতে কোটা নয়, রিপোর্ট দিয়ে দাবি মুখ্যমন্ত্রীর। শুভেন্দুকে বলতে না দেওয়ার অভিযোগে বিক্ষোভ।
কাটতে চলেছে ওবিসি জট? রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। কোন কোন ক্ষেত্রে ওবিসি শ্রেণিতে অন্তর্ভুক্ত। বিধানসভায় রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর।
পোর্টাল রেডি। ঠিক সময়েই শুরু হবে কলেজে ভর্তির প্রক্রিয়া। UGC-র গাইডলাইন মেনেই সব করা হচ্ছে। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে জানালেন শিক্ষামন্ত্রী।
বহিরাগত নয়, ১৩ অভিযুক্তই সামশেরগঞ্জের। হরগোবিন্দ-চন্দন দাস খুনে মুখ্যমন্ত্রীর তত্ত্বই পুলিশের চার্জশিটে খারিজ! তদন্ত তো চলছে, দাবি তৃণমূলের।
শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজেদের গ্রেফতারিতে নতুন মোড়। হেফাজতে চেয়ে আলিপুর কোর্টে হরিয়ানা পুলিশ। হাজিরও অসম পুলিশও। কলকাতা পুলিশের হাতেই অভিযুক্ত।
আড়াই মাস পার। DSO নেত্রীকে নির্যাতনের মামলায় হাইকোর্টে FIR-র কপি দিতে পারল না পুলিশ। এই ধরনের অভিযোগে তদন্তের কোনও প্রয়োজন নেই। সওয়াল অ্যাডভোকেট জেনারেলের।
DSO নেত্রীকে নির্যাতনের অভিযোগ। সরানো হয়েছে মেদিনীপুর মহিলা থানার ওসি, এসআই-কে। দায়ের FIR। SFI নেত্রীর অভিযোগের প্রেক্ষিতেও মামলা। দাবি পুলিশ সূত্রে।
পানিহাটিতে মহিলা তৃণমূল কাউন্সিলরের গুন্ডামি! বচসা চলাকালীন সপাটে চড়। পাল্টা মার তরুণীর।
পাঁশকুড়ায় চিপসকাণ্ডে গ্রেফতার সিভিক। ১৪ দিনের জেল হেফাজত। চোর অপবাদ দিয়ে মারধরের অভিযোগ। অপমানে আত্মঘাতী নাবালক, দাবি পরিবারের।
আর জি কর-কাণ্ডে কোর্টে চতুর্থ স্টেটাস রিপোর্ট, ক্ষুব্ধ পরিবার।
এলাকা দখলের লড়াইয়ে ঘরছাড়া, মুর্শিদাবাদে তৃণমূলের হাতেই তৃণমূল খুন! ফেরার তৃণমূলের উপপ্রধান, গ্রেফতার ভাই-সহ ২।
বিধায়কের স্মরণসভাতেও তৃণমূলের আদি-নব্যের লড়াই! নদিয়ার তেহট্টে ১৪জন আহত। কংগ্রেস থেকে দলে আসারাই হামলা চালায়, দাবি নেতৃত্বের।
চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক! ১২ দিন পার, মহেশতলায় এখনও নিখোঁজ নাবালক। ধৃত একজনকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ।
পর্নোগ্রাফি শ্যুটিংয়ে চাপ, আটকে অত্যাচার। ডোমজুড়কাণ্ডে দ্রুত গ্রেফতারি চেয়ে ডিজিপিকে জাতীয় মহিলা কমিশনের চিঠি। ৩দিনে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব।
এখনও অধরা ডোমজুড়ের কীর্তিমান মা-ছেলে। ২০১৫ সালে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার। ভোটার কার্ডেও অন্য নাম! শ্বেতা খানের একের পর এক কীর্তি প্রকাশ্যে।
তরুণীকে বাড়িতে আটকে রেখে নির্যাতন। ডোমজুড়ের বাড়ির পিছনে মিলল কাটা চুল। উদ্ধার হওয়া চুল কি নির্যাতিতারই? খতিয়ে দেখছে পুলিশ।
WB News Live Updates: আজ স্নানযাত্রা, পুরী থেকে দিঘা, মাহেশ থেকে আমদাবাদ, চারদিকে সাজো সাজো রব
আজ স্নানযাত্রা। পুরী থেকে দিঘা, মাহেশ থেকে আমদাবাদ, চারদিকে সাজো সাজো রব।ভক্তদের ভিড়। স্নানের পরেই ১৫ দিনের জন্য অন্তরালে যাবেন জগন্নাথ।
WB News Live Updates: নাবালিকাকে ধর্ষণ করে খুন, পকসো আদালতে ফাঁসির সাজা ঘোষণা
নাবালিকাকে ধর্ষণ করে খুন, পকসো আদালতে ফাঁসির সাজা ঘোষণা






















