West Bengal News Live Updates: সামনের মাস থেকেই দুয়ারে সরকার শিবিরে টিকা, মুখের ক্যানসার চোখের পরীক্ষা
West Bengal News Live Updates: স্কুল খোলার দাবিতে জেলায় জেলা বিক্ষোভ। সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার। ১৫ বছরের নিচে কারও টিকা হয়নি, বিশেষজ্ঞদের মত নেওয়া হচ্ছে, জানাল রাজ্য।

Background
সন্দীপ সমাদ্দার, আবীর দত্ত, বরাবাজার: সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা, ‘কিষেণজির (Avenge Kishenji's Death) মৃত্যুর বদলা চাই। আবার কোনওটায় লেখা, শহিদ দিবসে এলাকার মানুষ দলে দলে যোগদান করো। আমরা শীঘ্রই আসছি।’
প্রজাতন্ত্র দিবসের (republic Day 2022) পরের দিন মাওবাদীদের (Maoist Poster) নামে লেখা পোস্টার উদ্ধার হল পুরুলিয়ার (purulia News)বরাবাজারের লালডি গ্রামের কাছে। যেখান থেকে ঝাড়খণ্ড সীমানা মাত্র সাড়ে ৩ কিলোমিটার দূরে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ সংক্রান্ত একটি সাইনবোর্ডের ওপর মাওবাদীদের নামে ওই পোস্টারগুলি দেখা যায়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে প্রথম এই সব পোস্টার গ্রামের কয়েকজন সিভিক ভলান্টিয়ারের নজরে আসে। সিভিক ভলান্টিয়াররাই (Civic Volunteers) পোস্টার খুলে নিয়ে গিয়ে বরাবাজার থানায় জমা দেন। সকাল সাড়ে ১১টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারপাশ খতিয়ে দেখে। স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়।
তৃণমূলের অভিযোগ, মাওবাদীদের নামে পোস্টারের পিছনে বিজেপি ও সিপিএমের হাত রয়েছে। বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা প্রতুল মাহাতো দাবি করেন, ‘গতকাল বেড়াদা সংসদে ২৬ জানুয়ারি উপলক্ষে একটি মেলা ছিল। বিজেপি ও সিপিএম এই কাজ করে থাকতে পারে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।’
এই অভিযোগ উড়িয়ে শাসক শিবিরকে পাল্টা বিঁধেছে বিরোধীরা। পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রঙ্গার দাবি, ‘এটা রাজ্য সরকারের কাজে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।’
পুলিশ সূত্রে খবর, কে বা কারা, পোস্টার দিয়েছে, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তার তদন্ত শুরু হয়েছে।
WB News Live Updates: তেল ভরাতে গিয়ে বাইকে আগুন পেট্রল পাম্পে
বুদবুদে পেট্রল পাম্পে গাড়িতে তেল ভরে স্টার্ট দেওয়ার পর আগুন ধরে যায়। পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
West Bengal News Live Updates: চুনাভাটিতে গৃহবধূর উপর অত্যাচারের ঘটনায় দুষ্কৃতীদের স্কেচ আঁকাল পুলিশ
সাঁকরাইল থানার অন্তর্গত চুনাভাটি এলাকায় গৃহবধূকে মারধর করে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিলো গত ২০ শে জানুয়ারি।এই ঘটনায় দুষ্কৃতীরা এখনও অধরা।তবে তাদের চিহ্নিত করতে এবার স্কেচ আঁকাল পুলিশ।নির্যাতিতা গৃহবধূর কাছে দুষ্কৃতীদের বর্নণা শুনে দুই দুস্কৃতির স্কেচ আঁকায় পুলিশ।বিভিন্ন থানায় এই স্কেচ পাঠিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।






















