West Bengal News Live Updates: ধারের টাকা ফেরত চাওয়ায় ২টি কান কেটে নেওয়ার অভিযোগ, মুম্বইয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিক
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে
LIVE

Background
চাপের মুখে সাসপেনশন-এফআইআর নির্দেশ মানার পথে রাজ্য সরকার। ২১ তারিখের মধ্যেই কার্যকর, নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে এলেন মুখ্যসচিব।
ভোটার তালিকায় কারচুপি, ৪ অফিসার-সহ ৫জনের বিরুদ্ধে অবশেষে পদক্ষেপের পথে রাজ্য। সেই যখন মানতেই হল, তাহলে কেন এত নাটক? কটাক্ষ বিজেপির।
ফুলবেঞ্চের কাছে হাজিরা দিয়ে নির্দেশ কার্যকরে সময় চাইলেন মুখ্যসচিব। তদন্ত করছে রাজ্যও, শুধু সন্দেহের বশে কারও মনোবল ভাঙা যাবে না, দাবি তৃণমূলের।
আলোচনা না করেই বাংলায় SIR চালুর চেষ্টা। ৩দিন আগেই নোটিস। SIR-এ আপত্তি না করেও সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের। সম্ভবত ডিসেম্বরেই বাংলায় SIR, দাবি সিঙ্ঘভির।
ভোটার তালিকা তৈরির পর সংশোধন তো হবেই। বিশেষ সংশোধনের ক্ষমতা আছে কমিশনের। কিন্তু দেখতে হবে, তার সঠিক ব্যবহার হচ্ছে কিনা। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
এসআইআর বিতর্কে তোলপাড়ের মধ্যেই দিল্লিতে কমিশনের দফতরে পড়ল ফ্লেক্স। পরে নির্বাচন সদনের বাইরের দেওয়ালে থেকে দিল্লি যুব কংগ্রেসের ফ্লেক্স খুলল পুলশ।
অভিষেকের ডায়মন্ড হারবার নিয়ে দিল্লিতে সরব বিজেপি। ৪ বছরে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধিতে প্রশ্ন। পাল্টা প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়ে আক্রমণে তৃণমূল।
কমিশনই বলছে চব্বিশে ত্রুটিপূর্ণ ভোটার লিস্টে ভোট হয়েছে। শুধু ভোটমুখী রাজ্যে SIR কেন, সারা দেশে হোক। SIR বিতর্কে ফের লোকসভা ভেঙে দেওয়ার দাবি অভিষেকের।
বাংলাদেশি, তাও ভারতীয় ভোটার, আধার, প্যান কার্ড! বনগাঁ সীমান্তে ২১জন আটক। ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে সিইও দফতরে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি।
বসিরহাটে একটি বুথের ভোটার লিস্টে ২৬ জনই মৃত। ব্যারাকপুরের বিলকান্দায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতেই ভূতুড়ে ভোটার? জোড়া ভোটার কার্ড, আলাদা এপিক, অভিযোগ বিজেপির।
মার্চে যাদবপুর ক্যাম্পাসে আক্রান্ত শিক্ষামন্ত্রী, স্পেন থেকে দিল্লি নামতেই প্রাক্তনী গ্রেফতার। মূল চক্রী হিসেবে এফআইআর নাম। আনতে গেল কলকাতা পুলিশ।
সাড়ে ৮ হাজার কিমি দূরের স্পেন থেকে ষড়যন্ত্র! যাদবপুরকাণ্ডে গবেষক ছাত্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের। লুক আউট নোটিস। দেশে ফিরতেই গ্রেফতার।
জেলে বসেই কলকাঠি। পছন্দের লোককে CU-র VC করার চেষ্টা। পার্থর সঙ্গে গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্যের ছবি দেখিয়ে অভিযোগ শঙ্কুর। কোর্টে বলুন, পাল্টা প্রাক্তন VC।
বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ফিরবে টাটা। শিল্প ধ্বংস করার অভিযোগে সিঙগুরে গিয়ে দাবি শুভেনদুর। তৃণমূলে থাকার সময় চুপ ছিলেন কেন? পাল্টা কুণাল।
সিঙগুরের পথে ডানকুনিতে বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা। কালো পতাকা দেখিয়ে জয় বাংলা স্লোগান। কাঁচরাপাড়াতেও শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে উত্তেজনা।
তারাতলায় শুভেন্দু অধিকারীর সভায় হাইকোর্টের অনুমতি। ১৭ অগাস্ট বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত সভায় সম্মতি। কোনও বিতর্কিত মন্তব্য করা যাবে না, নির্দেশ বিচারপতির।
নবান্ন অভিযানে ধুন্ধুমার। পুলিশের FIR-এর বিরুদ্ধে হাইকোর্টে অশোক, অর্জুন-সহ ৪ বিজেপি নেতা। আগাম জামিন ও FIR খারিজের আবেদন। আজ শুনানির সম্ভাবনা।
নবান্ন অভিযানে পুলিশকে রাস্তায় ফেলে মারধর। গ্রেফতার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা। পুলিশের মার থেকে একজনকে বাঁচাতে গেছিলেন, ধাক্কাধাক্কিতে পড়ে যান পুলিশ কর্মী, দাবি অর্জুনের।
আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনের বছর পার। আবার এক ১৪ আগস্ট। অভয়াকাণ্ডের প্রতিবাদে আজ ফের রাত দখলের ডাক।
বেহালায় বাড়ির সামনে শ্রীলেখাকে বয়কটের ডাক দিয়ে ব্যানার। ৯ অগাস্ট অভয়া মঞ্চের প্রতিবাদে সামিল হওয়ায় সোশাল সাইটেও হেনস্থার অভিযোগ অভিনেত্রীর। হরিদেবপুর থানায় ইমেলে নালিশ।
বাংলা-আবেগে শান, এবার রাজ্যের সব হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক। বাংলা সিনেমার শো বাড়ানোরও নির্দেশ সরকারের।
CBI চেয়েও ২৪ ঘণ্টার মধ্যেই CID তদন্তের দাবি! CBI নয়, এখন CID চায় কোচবিহারে নিহত যুব তৃণমূল নেতার পরিবার। দলের চাপেই মত বদল, অভিযোগ বিরোধীদের।
দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র সল্টলেক। দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা মেরে গাড়িতে আগুন। রেলিংয়ে আটকে, ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু অ্যাপ-বাইক চালকের।
বাইক চালকের মৃত্যুতে সল্টলেকে তুলকালাম। পুলিশকে ইটবৃষ্টি। পাল্টা লাঠি, কাঁদান গ্যাস।
বড়বাজারের লজে জলপাইগুড়ির ব্যবসায়ীর মৃত্যু। অতিরিক্ত মদ্যপানের জেরে শ্বাসনালিতে আটকে গেছিল খাবার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ।
শিয়ালদা স্টেশনের কাছে বেলেঘাটা মেন রোডে যুবকের কোমরে আগ্নেয়াস্ত্র। পুলিশ দেখে দৌড়। হোমগার্ড-সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় গ্রেফতার।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তিস্তার জলে ভেসে গেল ২৯ মাইলের কাছে জাতীয় সড়ক। জলমগ্ন আলিপুরদুয়ার, রায়গঞ্জ।
প্লাবিত মানিকচকের ভূতনি দ্বীপের একাংশ। বাঁধ কেটে দেওয়ার অভিযোগ বাসিন্দাদের। বিরোধীদের নিশানা তৃণমূল বিধায়কের। পাল্টা দুর্নীতির অভিযোগ বিরোধীদের।
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের মেধাবী প্রাক্তনী
১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। পাটিয়ালা হাউস কোর্টে পেশ মেধাবী ছাত্র হিন্দোল মজুমদারকে। হিন্দোল মজুমদারের ট্রানজিট রিমান্ড মঞ্জুর। হামলাকাণ্ডে গ্রেফতার মেধাবী ছাত্রের ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর। হামলাকাণ্ডে গ্রেফতার মেধাবী ছাত্র হিন্দোল মজুমদার। স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে বায়ো মেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সেসের ওপর গবেষণা করে দেশে ফিরেছেন। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের ওই প্রাক্তনীর বিরুদ্ধে। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন অভিযুক্ত। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, তা ঠিক করে দেন হিন্দোল, দাবি পুলিশের। ওই দিন বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতেও তাঁর যোগ রয়েছে বলে দাবি পুলিশের। ওই গবেষকের বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ FIR দায়ের করেছে। বারবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে দাবি পুলিশের। এরপর তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়। গবেষণা শেষ করে স্পেন থেকে দিল্লি ফিরতেই বিমানবন্দরে গ্রেফতার হন যাদবপুরের প্রাক্তনী। ধৃত ছাত্রকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হচ্ছে। গ্রেফতারির ঘটনায় আমরা অবাক, যাদবপুরকাণ্ডে গবেষকের গ্রেফতারিতে প্রতিক্রিয়া পরিবারের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার সময় ছেলে তো স্পেনে ছিল, দাবি গবেষকের পরিবারের। বাঙালি অস্মিতার কী হাল, বাঙালিকে এভাবে হেনস্থা! প্রতিক্রিয়া হিন্দোল মজুমদারের বাবার।
WB News Live: ভারতীয় যুবককে বাংলাদেশি তকমা দিয়ে প্রতিবেশী দেশে 'পুশব্যাক'
ভারতীয় যুবককে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে 'পুশব্যাক'। মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ বাড়ি ফিরলেন। রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন মালদার আমির শেখ। রাজস্থান থেকে তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। আমির শেখকে পাঠানো হয় বাংলাদেশে। আজ বাংলাদেশ থেকে তাকে বসিরহাটে ফেরাল বিএসএফ। প্রয়োজনীয় নথিপত্র দেখার পর আমিরকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।























