West Bengal News Live: নবম-দশম, একাদশ-দ্বাদশের রেজাল্ট আউটের পরেই নতুন করে জটিলতা?
WB News Live: গুরুত্বপূর্ণ সব খবর দেখুন একনজরে।
LIVE

Background
নবম-দশম, একাদশ-দ্বাদশের রেজাল্ট আউটের পরেই নতুন করে জটিলতা? নতুন চাকরিপ্রার্থীদের নিয়ে নতুন বিধিতে পরীক্ষা। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে SSC।
রায়ে বলেছিলাম নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। কোথাও বলিনি শূন্যপদ তৈরি করে নতুনদের নিয়ে আসুন। নতুন বিধি নিয়ে এসেছেন আপনারা। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত SSC।
কেন কোর্টে নেই সশরীরে? পার্থ চট্টোপাধ্যায় ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা না দেওয়ায় জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের। বললেন, আশা করি পচা শামুকে পা কাটবেন না।
পার্থ সশরীরে না এলেও, ব্যাঙ্কশাল কোর্টে দেখা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীকে। ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক আর্জি অর্পিতা মুখোপাধ্যায়ের।
কবে থেকে শুরু অধিবেশন? বিধানসভায় যেতে চেয়ে স্পিকারকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। উনি এখনও বিধায়ক।নোটিস দিয়ে জানানো হবে প্রতিক্রিয়া স্পিকারের।
তৃণমূলপন্থী BLO সংগঠনের CEO অফিস ঘেরাও। এবার CP-কে চিঠি কমিশনের। ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনারের কাছে অ্যাকশন টেকন রিপোর্ট তলব।
৩০ ঘণ্টা ধরে দফতর ঘেরাও বিক্ষোভ। কী করে দফতরে ঢুকে বিক্ষোভ? কীভাবে CEO দফতরের নিরাপত্তা বিঘ্নিত? ফের দিল্লি থেকে আসছে টিম কমিশন।
বিএলওদের দাবি ন্যায্য ও সঙ্গত। সংবিধান দিবসের দিন নির্বাচন কমিশনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
দেশে গণতন্ত্র ভূলুণ্ঠিত। সংবিধানকে রক্ষা করতে হবে। বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর।
উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে আজও অনুপ্রবেশকারীদের ভিড়।
চলছে SIR, ঘরে ফিরতে হুড়োহুড়ি সীমান্ত চেকপোস্টে। গাড়ি ও বাস দাঁড় করিয়ে স্বরূপনগর সীমান্তে নজরদারিতে পুলিশ।
বারাসাত সরকারি হাসপাতালের মর্গ থেকে দুর্ঘটনায় মৃতের চোখ চুরি! অভিযোগ ঘিরে তোলপাড়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ ফের হবে ময়নাতদন্ত।
৩ বছর আগে মেডিক্যাল কলেজের তকমা। তাতেই হাল বেহাল। মৃতদেহের চোখ উধাও। প্রকাশ্যে বারাসাত মেডিক্যালের মর্গের বেহাল দশা।
মর্গে বেওয়ারিশ মৃতদেহের সতূপ। বরফ দিয়ে মাটিতেই দেহ। ট্রিল মাত্র ২। ১৪টি ফ্রিজারই বিকল। খবর সূত্রের।
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে পুলিশের স্ক্যানারে রাজগঞ্জের বিডিও। পুলিশের হাতে BDO-র মারধরের ফুটেজ। রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনই মূল অভিযুক্ত। দাবি পুলিশের।
সোনার দোকানের সাইনবোর্ড থেকে নম্বর নেন BDO। প্রভাব খাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মেদিনীপুরের ঠিকানা জোগাড়। BDO-র বিরুদ্ধে কোর্টে চাঞ্চল্যকর দাবি পুলিশের।
দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার ঘাসফুলের।
দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় আবার ফেল ২০০-রও বেশি ট্যাবলেট, ক্যাপসুল। তালিকায় ২১ রকমের প্যারাসিটামল। বেশ কিছু স্যালাইন ইঞ্জেকশনের নমুনা ফেল।
আজও কলকাতায় ১৬-র ঘরে পারদ। কাল থেকে চড়বে পারদ। উইক এন্ডে তাপমাত্রা বাড়তে পারে আরও ২ ডিগ্রি। শীতের হাওয়ায় বাধা সাগরে গভীর নিম্নচাপ।
West Bengal News Live: বারাসাত মেডিক্যাল কলেজের মর্গ থেকেই চোখ 'চুরি'! কীভাবে মর্গ থেকে দুর্ঘটনায় মৃতের চোখ উধাও?
বারাসাত মেডিক্যাল কলেজের মর্গ থেকেই চোখ 'চুরি'! কীভাবে মর্গ থেকে দুর্ঘটনায় মৃতের চোখ উধাও? সেদিন ডিউটিতে ছিলেন কারা? কী হয়েছিল? তদন্তে কমিটি।
WB News Live: SIR আবহে সীমান্তে বাড়ছে ভিড়, স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে শয়ে শয়ে মানুষের ভিড়, চলছে নাকা চেকিং
SIR আবহে সীমান্তে বাড়ছে ভিড়। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে শয়ে শয়ে মানুষের ভিড়। চলছে নাকা চেকিং।























