Weather Updates: সপ্তাহান্তে বৃষ্টি-দুর্যোগ, ভিজতে পারে বড়দিন? কতদিন চলবে এই বিপর্যয়? বড় আপডেট আবহাওয়ার
Rain Forecast, West Bengal: আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপের অবস্থান।
কলকাতা: তাপমাত্রা যেমন কমেছে, তেমন বৃষ্টিও শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের চোখরাঙানিতে আবহাওয়ায় বড় বদল। যার জেরেই জেলায় জেলায় শীতের মাঝেই বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপের অবস্থান। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে। সাগরে নিম্নচাপের জেরে শুক্রবার থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারেও বৃষ্টির পূর্বাভাস আছে।
কোন কোন জেলায় বৃষ্টি?
রবিবার সকালে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলায় ঘন কুয়াশার বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা জেলায় দৃশ্যমানতা কমতে পারে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পুবালি বাতাসের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকেছে। রবিবার তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার পর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘন কুয়াশার অনুকূল পরিস্থিতি তৈরি করবে কলকাতা ও সংলগ্ন এলাকায় ।
আরও পড়ুন, জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন TMC MLA! পায়ে ধরল চিড়
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে পুবালি বাতাসের সঙ্গে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি শুক্রবার শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হবে। তবে গভীর নিম্নচাপটি আর শক্তিশালী না হয়ে সমুদ্রের উপর দুর্বল হয়ে পড়বে বলেই আবহাওয়াবিদদের ধারণা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে