ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১২.২৪) পর্ব ১: অভিষেকের জয়ধ্বনি করে পোস্ট । ২ শিক্ষক নেতাকে বহিষ্কার TMC-র
Ghanta Khanek Sange Suman: 'গেমচেঞ্জার দাদা' থেকে 'অভিষেককে সরকারে আনা'র দাবি । এবার অভিষেকের হয়ে পোস্ট করা ২ শিক্ষক নেতাকে বহিষ্কার করল তৃণমূল । অভিষেকের নাম করে তোলা আদায়, সাসপেন্ডের পর গ্রেফতার তৃণমূলের যুব নেতা । চিলাপাতার জঙ্গল থেকে থেকে সৈকতনগরী দিঘা, ৬ দিন ধরে হন্যে পুলিশ । এখনও বেপাত্তা তোলাবাজিতে অভিযুক্ত বাগুইআটির তৃণমূল কাউন্সিলর । পশ্চিমবঙ্গ, অসম ও কেরলে ধৃত আনসারুল্লা বাংলার মডিউল, ধৃত ৮ জঙ্গি । আল কায়দার শাখা সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন নেক!
কেউ স্লোগান তুলেছিলেন, গেমচেঞ্জার দাদা, কেউ আবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরকারে আনার দাবি তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা দুই শিক্ষক নেতাকে এবার বহিষ্কার করল তৃণমূল। এঁরা হলেন, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ-সভাপতি মণিশঙ্কর মণ্ডল এবং তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদার। যদিও অবস্থান না বদলানোর বার্তা দিয়ে, বহিষ্কারের পরও আজ পোস্ট করেছেন মণিশঙ্কর মণ্ডল। তিনি লিখেছেন, ''পছন্দ নয় ভন্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক।''