West Bengal News Live Updates: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুর্শিদাবাদে হিন্দু মন্দির সংস্কারের কাজ শুরু করবেন শুভেন্দু
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
কলকাতা : তৃণমূল-পন্থী সংগঠন বলে পরিচিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে গিয়ে দলেরই একাংশকে নিশানা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছু লোক দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধীদের থেকে বেশি এই লোকেদের ভয় পান বলেও জানান কল্যাণ। কুণাল ঘোষেরও প্রশংসা শোনা যায় তার মুখে। দলের একাংশের বিরুদ্ধে সমালোচনার ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন কুণাল ঘোষ। অনুষ্ঠানে কল্যাণ বনদ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী শশী পাঁজা ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
শহরে ফের অগ্নিকাণ্ড। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ সল্টলেকের CE ব্লকের ৮৬ নম্বর বাড়ির দোতলায় আগুন লাগে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে আগুন লাগে বলে খবর। আতঙ্কিত হয়ে বাড়ির বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করেছে ওই পরিবার।
৫ দিন পার, এখনও পাক রেঞ্জার্সের হাতে আটক BSF জওয়ানের খোঁজ মেলেনি। চরম উৎকণ্ঠায় রিষড়ার বাড়িতে দিন কাটাচ্ছে পূর্ণমকুমার সাউয়ের পরিবার। স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটে যাচ্ছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলে। তাঁর সঙ্গে থাকবেন পরিবারের আরও কয়েকজন। গতকাল ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন BSF-এর DG। সূত্রের খবর, কীভাবে পাক রেঞ্জার্সের হাতে বন্দি BSF জওয়ানকে দেশে ফেরানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে
মঙ্গলবারই বৈসরণ যাওয়ার কথা ছিল হাওড়ার পরিবারের। অল্পের জন্য রক্ষা পেলেন। কাশ্মীর থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন হাওড়ার ব্যবসায়ী। ৯ বছর আগে উরির জঙ্গি হামলায় ছেলেকে হারিয়ে এবার বদলা চাইছেন জগৎবল্লভপুরের বৃদ্ধ।
R G Kar Case Live Update: দেহ উদ্ধারের প্রায় তিন মাস পর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নির্যাতিতার ফোন নম্বর 'লিভ', বিস্ফোরক অভিযোগ
আরজি কর মামলায় আদালতে প্রমাণ পেশ করে বিস্ফোরক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী। তাঁর দাবি, দেহ উদ্ধারের প্রায় তিন মাস পর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নির্যাতিতার ফোন নম্বর 'লিভ' করেছে বলে দেখা যাচ্ছে। এদিনই শিয়ালদা আদালতে ধর্ষণ-খুনের মামলায় তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই।
WB News Live: আগামী ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, জানিয়ে দিল WBCHSE
আগামী ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে। এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। বেলা সাড়ে ১২টায় ফল ঘোষণা করা হবে। ওইদিন সল্টলেকে বিদ্যাসাগর ভবনে কাউন্সিলের তরফে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। এরপর একই দিনে দুপুর ২টো থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও ফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা। রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ওইদিনেই নিজ নিজ স্কুল থেকে মার্কশিট পেয়ে যাবে ছাত্র-ছাত্রীরা।






















