West Bengal News Live Updates: বাবরি মসজিদের শিলান্যাসের পরেই রেজিনগরে হুমায়ুন কবীরের সভায় হুড়োহুড়ি
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
সাসপেনশনের পরেও আজ বেলডাঙা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে হুঙ্কার হুমায়ুন কবীরের।
মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস-মামলায় হস্তক্ষেপ করল না আদালত। আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যের ওপর ছাড়ল হাইকোর্ট।
আদালতের নির্দেশের পরেই বেলডাঙায় মোতায়েন অতিরিক্ত বাহিনী। পাঠানো হল ২৫০ জন র্যাফ, ১০০ জন কনস্টেবল। বহরমপুরে পুলিশ আধিকারিকদের রিপোর্ট দিতে নির্দেশ।
কর্মসূচির অনুমতি চেয়ে থানায় মেল। সন্ধেয় হুমায়ুন কবীরের সঙ্গে কথা পুলিশের। পুলিশ সহযোগিতা করছে, ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত দেওয়া হয়েছে সময়, জানালেন হুমায়ুন।
'আমার অধিকার মসজিদ করার। সেই মসজিদের কী নাম দেব? আমার পুত্র-সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখব না হুমায়ুন রাখব, উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন?' হুমায়ুনের হুঙ্কার।
আজ বাবরি মসজিদ ভাঙার দিন মেয়ো রোডে সংহতি দিবস পালন। শৌর্য দিবস পালনের ডাক সনাতন সমাজের, সামিল হবেন শুভেন্দু।
২০২৬ সালে প্রাক্তন হবে তৃণমূল, সাসপেনশনের পরেই হুঙ্কার হুমায়ুনের। লোক দেখানো সাসপেন্ড, কটাক্ষ শুভেন্দুর। দলবিরোধী আচরণের জন্য সাসপেন্ড, দাবি কুণালের।
তৃণমূল থেকে সাসপেনশনের পরেই ফোন সেলিমের, যোগাযোগে মিম-আইএসএফের দাবি হুমায়ুনের। সবাই যোগাযোগ করে, দাবি সেলিমের। মিথ্যা, আক্রমণ নওশাদের।
রবিবার সকাল ৯টা থেকে ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন। তৈরি ৩টি মঞ্চ, ১৮টি গেট। যোগ দেবেন দেড়শ সাধুসন্ত। আমন্ত্রণ মমতাকে। যোগ দিতে পারেন রাজ্যপাল।
এসআইআরের পর পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বাদ পড়তে পারে ৫৪ লক্ষ ৫৯ হাজার নাম। ডেটাবেসে থাকা মৃত ভোটারদের তালিকা যাচাইয়ে ৭ দফা নির্দেশ সিইও-র।
এখনও BLO-দের জন্য প্রাপ্য ৯০ কোটি টাকা মেটায়নি রাজ্য সরকার। আগামী সপ্তাহে মিলতে পারে ৭০ কোটি। পেলেই মেটানো হবে বিএলও-দের টাকা। খবর কমিশন সূত্রে।
এনুমারেশন ফর্ম জমার পর ৪ ধাপে পরীক্ষা। ১২টি রাজ্যের সিইওকে নিয়ে বৈঠকে নির্দেশ কমিশনের। চার ধাপ পার করলে ভোটারকে হিয়ারিংয়ে ডাক নয়।
হাসনাবাদে প্রতিবেশীর নাম জাল করে ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকের নাম। গাইঘাটায় তিন সন্তানের বাবার কাছে পৌঁছল ৫ সন্তানের এনুমারেশন ফর্ম।
বাংলাদেশি অপবাদে দিল্লি থেকে বাংলাদেশে পুশব্যাক। ৫ মাস পর মালদা সীমান্ত দিয়ে বীরভূম ফিরলেন সোনালি বিবি ও তাঁর ছেলে। বাকি চারজন কোথায় ? প্রশ্ন তৃণমূলের।
আদালতের নির্দেশে অবশেষে গ্রুপ সি ও গ্রুপ ডি-র দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ। অভিভাবকের নাম, জন্মতারিখ দিয়ে ৩৫১২ জন দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ এসএসসির।
ED-র পর এবার CBI-এর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন সুজয়কৃষ্ণ ভদ্রর। জমা রাখতে হবে পাসপোর্ট, ছাড়তে পারবেন না কলকাতা, প্রত্যেক শুনানি হাজিরা। শর্ত হাইকোর্টের।
বীরভূমে ফের শাসক কোন্দলে খুন তৃণমূল নেতা। নানুরে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন। দুই গোষ্ঠীর সংঘর্ষের পর রড-লাঠি দিয়ে মার। হাসপাতালে মৃত্যু।
বিজেপির কর্মসূচি ঘিরে অগ্নিগর্ভ উদয়নারায়ণপুর। তৃণমূল উপপ্রধানকে মারধর বিজেপির, পাল্টা ভাঙচুর শাসক দলের। মাথাভাঙাতেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
গয়েশপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরমে। টাউন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের একাংশের। রাস্তা অবরোধ বিক্ষোভ।
হাওড়া পুরসভায় নির্বাচনের দাবিতে সিপিএমের বিক্ষোভে ধুনধুমার। মিছিল আটকাতে ব্যারিকেড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কর্মী সমর্থকদের।
সজল ঘোষকে বেনজির আক্রমণ বজবজের তৃণমূল নেতার। ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। ভাইরাল ভিডিও। আবার যাব, পারলে ঠ্যাং ভেঙে দেখান, পাল্টা সজল।
গুলশন কলোনিতে দোতলা বাড়ির নীচে রঙের গুদামে ভয়াবহ আগুন। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুনের জেরে আতঙ্ক। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে।
WB News Live: মুর্শিদাবাদে 'বাবরি মসজিদের' শিলান্যাস করলেন হুমায়ুন কবীর
মুর্শিদাবাদে 'বাবরি মসজিদের' শিলান্যাস। শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শিলান্যাস ঘিরে সকাল থেকে ছিল জোরকদমে প্রস্তুতি। সভাস্থলে মোতায়েন প্রচুর পুলিশবাহিনী, RAF। রেজিনগরে সভাস্থলে প্রচুর মানুষের ভিড়।
West Bengal News live: কাল ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, তৈরি হচ্ছে ৩ টি আলাদা মঞ্চ
কাল ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, তৈরি হচ্ছে ৩ টি আলাদা মঞ্চ। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ, আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও। সকাল ৯টা থেকে শুরু হবে গীতাপাঠের অনুষ্ঠান, চলবে দুপুর ২ পর্যন্ত। গীতা পাঠের আগে হবে বেদ পাঠ, ব্রিগে়ডে প্রস্তুতি চূড়ান্ত।






















