West Bengal News Live Updates: 'ছাব্বিশে শূন্য় করব, গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়', মুর্শিদাবাদের সভা থেকে ফের চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু
WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
মালবাজারের পর কৃষ্ণনগর। বাড়িতে BLO-র ঝুলন্ত দেহ। সুইসাইড নোটে কমিশনকে দায়ী। দাবি পরিবারের।
কৃষ্ণনগরে BLO-র মৃত্যু। মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। আরও এক BLO-র মৃত্যু। SIR-এর জন্য আর কত মানুষকে মরতে হবে? পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
SIR-এর চাপে নাস্তানাবুদ। কান্নায় ভাঙলেন পাণ্ডুয়ার BLO! জঙ্গিপুরে BLO জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি।চোপড়ায় হাসপাতালেই ফর্ম আপলোড। জয়নগরেও অসুস্থ BLO।
পর পর বিএলও-র মৃত্যু, কমিশনে তৃণমূল। ২ কোটি নাম বাদ দেওয়ার চক্রান্ত, অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাসের। যা পারে করুক, SIR হবেই। পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতার।
বাংলায় যতদিন তৃণমূল, ততদিন গুন্ডারাজ। লড়াই আরও তীব্র হবে। হুঙ্কার শুভেনদুর। ছাব্বিশে আর বিজেপি বিরোধী দল থাকবে না, পাল্টা তৃণমূল।
বাংলায় SIR। পশ্চিমবঙ্গ ছাড়ছে বাংলাদেশিরা। স্বরূপনগর সীমান্তে ভিড়। ওপারে ফেরার অপেক্ষায় অনুপ্রবেশকারীরা।
কেউ এসেছিলেন নদী সাঁতরে। কেউ দালালকে টাকা দিয়ে। চাঞ্চল্যকর স্বীকারোক্তি অনুপ্রবেশকারীদের।
২০০২-এর তালিকায় পরিবার বা নিজের নাম নেই। CAA-তে আবেদনের ভাবনা অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে আসা কাকদ্বীপের বহু ভোটারের। ক্যাম্প খুলছে বিজেপি, বিরোধিতায় তৃণমূল।
নন্দীগ্রামে রাতের অন্ধকারে তৃণমূলের SIR সহায়তা ক্যাম্পে ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অস্বীকার গেরুয়া শিবিরের।
অঙ্গ, কলিঙ্গের পর এবার বঙ্গ। ভিনরাজ্যের নেতাদের নিয়ে নতুন টিম তৈরি বিজেপির। আগামী মাসেই ফের রাজ্যে মোদি। ভোট এলেই বিজেপির সার্কাস, কটাক্ষ তৃণমূলের।
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতারির পর বহিষকৃত তৃণমূল নেতা। দলবিরোধী কাজের অভিযোগ। কোচবিহার ২-এর ব্লক সভাপতি সজল সরকারকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।
পরিষেবা দিতে ব্যর্থ। তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভাকেই শোকজ রাজ্য সরকারের! ঘটনা ঘিরে প্রকাশ্যে শাসক কোন্দল। চেয়ারম্যানকেই দায় নিতে হবে। উপ-পুরপ্রধানের নিশানায় পুরপ্রধান!
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও সরকারি হাসপাতালে ফের দালালরাজ! SSKM, কলকাতা মেডিক্যালে গ্রেফতার ২। কীভাবে ঢুকছে বহিরাগতরা? ফের প্রশ্নে সরকারি হাসপাতালের নিরাপত্তা।
পার্ক স্ট্রিটের পর কসবা। হোটেলে উদ্ধার বীরভূমের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দেহ। নাকের তলায় রক্তের দাগ। উধাও যুবকের সঙ্গে থাকা তরুণী-সহ ২জন। খুন বলে সন্দেহ পুলিশের।
কসবার হোটেলে দুবরাজপুরের যুবকের রহস্যমৃত্যু। কলকাতার ফার্মে কাজ করতেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। বন্ধুর সঙ্গে দেখা করতে নিউ আলিপুর যাওয়ার কথা ছিল, দাবি মৃতের বাবার।
বরানগরে বাড়ির কাছেই ব্যক্তিকে গুলি। এখনও অধরা দুষ্কৃতীরা। সিসিটিভিতে ধরা পড়েছে ২ সন্দেহভাজনের ছবি। হেলমেটের নীচে ছিল মাস্ক।
কয়লাকাণ্ডে ইডির ম্যারাথন তল্লাশি। উদ্ধার ৩ কোটি ১০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত প্রায় ৬ কোটির গয়না। খবর ইডি সূত্রে।
West Bengal News Live: SIR-এর প্রবল চাপ, কেঁদে ভাসালেন পাণ্ডুয়ার BLO !
SIR-এর প্রবল চাপ, কেঁদে ভাসালেন পাণ্ডুয়ার BLO! সোশাল মিডিয়ায় ভাইরাল BLO-র কান্নার ভিডিও। SIR কাজে দেরি, ব্লক অফিসে ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ। বাড়ি ফিরে ভেঙে পড়লেন BLO, স্কুল শিক্ষিকা সুমিতা মুখোপাধ্যায়।
WB News Live: ফের অসুস্থ BLO, এবার উত্তর দিনাজপুরের চোপড়া, হাসপাতালের বেডে বসেই ফর্ম আপলোড BLO-র
ফের অসুস্থ BLO, এবার উত্তর দিনাজপুরের চোপড়া। হাসপাতালের বেডে বসেই ফর্ম আপলোড BLO-র। SIR-এর কাজের চাপে অসুস্থ, দাবি চোপড়ার BLO-র। চোপড়ার জাগিরবস্তি এলাকার ১৮৮নং বুথের BLO মুস্তফা কামাল। হাসপাতালে ভর্তি হয়েও ফর্ম আপলোড BLO-র। 'দায়িত্ব তো সামলাতেই হবে, তাই ফর্ম আপলোড করে যাচ্ছি'। 'অসুস্থতার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জানানো হয়েছে', হাসপাতালের বেডে বসে জানালেন BLO।






















