West Bengal News Live Updates: দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
SIR হলে জ্বালাটা কোথায়? অনুপ্রবেশকারীদের তাড়ানো হলে পেট ব্যথা কেন? বিহার সমাগমে বিরোধীদের কটাক্ষ অমিত শাহের। ভোট চুরি করে জেতার কৌশল, পাল্টা তৃণমূল।
সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি অসম্ভব। অনুপ্রবেশকারীরা ঢুকলে কী করছে সে রাজ্যের পুলিশ-প্রশাসন? প্রশ্ন অমিত শাহের।
গুজরাত, অসমে বন্ধ। বাংলা-ঝাড়খণ্ডে অনুপ্রবেশে লাল কার্পেট। আক্রমণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জনবিন্যাস বদলাচ্ছে, বলছেন তো অসমের মুখ্যমন্ত্রীই, পাল্টা তৃণমূল।
কালীপুজোর পরেই এসআইআরের জল্পনা। এবার সুর চড়ালেন অনুব্রত।
BLO-দের দিকে নজর রাখুন। দলীয় কর্মীদের বার্তা বারাসাতের তৃণমূল নেতার।
৪ হাজারেরও বেশি BLO নিয়োগ নিয়ে অভিযোগ। জেলা শাসকদের রিপোর্ট চাইল কমিশন। সঙ্গে থেকে বিএলএদের নজরদারির নির্দেশ তৃণমূল বিধায়কের।
SIR আবহে CAA নিয়ে তৎপর বঙ্গ বিজেপি। দীপাবলির পর রাজ্য জুড়ে ৭০০ সহায়তা ক্যাম্প, ঘোষণা সুকান্তর। তৃণমূলকেও ক্যাম্প করতে পরামর্শ।
এসআইআর নিয়ে হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ। শ্রীরামপুরে কল্যাণের গড়েই বাইক র্যালি সুকান্তর। পাল্টা স্লোগান তৃণমূলের।
দীপাবলির আগে চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ। শ্রীরামপুর যেন ব্য়াটলফিল্ড।
খগেন, শঙ্করের পর রাজু বিস্ত। দার্জিলিঙেই বিজেপি সাংসদের কনভয়ে হামলার অভিযোগ। নেপথ্যে তৃণমূল, দাবি শুভেন্দুর। গোষ্ঠীদ্বন্দ্ব দেখছেন গৌতম।
এসআইআরের প্রস্তুতির মধ্যেই এবার পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। না জানিয়ে কীভাবে নিয়োগ? প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর।
বিজেপি অতীত, ফের তৃণমূলের পথে শোভন। একুশের ভুল যেন আর ছাব্বিশে না হয়, ট্রোজান হর্সের উদাহরণ দিয়ে দলকে সতর্ক করলেন প্রাক্তন রাজ্য সভাপতি।
ভোটের আগে তৃণমূলেই সংঘাত! বনগাঁর জেলা সভাপতিকে আক্রমণে সাংসদ।চন্দ্রকোণায় বিধায়কের বক্তৃতার বাধা! কুলটিতে কর্মীদের নিশানা জেলা সভাপতির।
কেটে গিয়েছে ৯ মাস। মালদায় খুনীদের আড়ালের অভিযোগে ফের বিস্ফোরক নিহত তৃণমূল নেতার স্ত্রী।
নিয়োগ দুর্নীতিতে ২ মাসের মাথায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির। দেড় কোটি টাকার ওপরে দুর্নীতি। একাধিক সম্পত্তির বিষয়ে উল্লেখ।
জন্ম-মৃত্য়ু শংসাপত্রে জালিয়াতি? খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে টাকার বিনিময়ে শংসাপত্র। হাসপাতালের রেজিস্ট্রার ও অস্থায়ী ডেটা অন্ট্রি অপারেটরের বিরুদ্ধে FIR।
তমলুকে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু। এত তাড়াতাড়ি পোস্টমর্টেম কেন? প্রশ্ন পরিবারের।
বাড়িতে ফিরে পড়ে গিয়ে রক্তাক্ত। হাতের চ্যানেল ঘিরে রহস্য। বেরনোর সময় কিছুই ছিল না, দাবি চিকিৎসকের মায়ের। অসুস্থ ছিলেন তাই ইঞ্জেকশন, দাবি পুলিশের।
ওষুধের জেরে মৃত্যু? দেহের নমুনা ভিসেরা পরীক্ষার জন্য স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠাল পুলিশ। আচমকা হার্ট অ্যাটাকেও হতে পারে, আশঙ্কা চিকিৎসকদের।
রাজস্থানের ব্যবসায়ী খুনের পরে ২ রাজ্য ঘুরে কলকাতাতেই থাকার ছক ছিল সুপারি কিলারদের। প্রথমে টালিগঞ্জ, পরে কাদাপাড়ায় ঘর খোঁজায় সন্দেহ স্থানীয়দের।
বেলেঘাটার পর টালিগঞ্জ রোড। কালীপুজোর নামে গাড়ি থামিয়ে চাঁদার জুলুমবাজি।
কালীপুজোর আগে ধর্মতলা থেকে বাজেয়াপ্ত প্রচুর নিষিদ্ধ শব্দবাজি। ৩জন গ্রেফতার। মহেশতলা-বজবজ থেকেও প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার।
রাজ্য ড্রাগ ল্যাবে পরীক্ষায় ফেল প্রেসার, অ্যান্টিবায়োটিক-সহ ৩ ধরনের ওষুধ। প্রেসারের ওষুধের দুটি নমুনা গুণগতমান খারাপ।
মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি। স্বামী উঠে এলেও জলে ডুবে স্ত্রীর মৃত্যু। নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে খুন, অভিযোগ মৃতের পরিবারের।
WB News Live: তৃণমূলের বিজয়া সম্মিলনীতেও কেষ্ট-কাজল সংঘাত, স্লোগান, পাল্টা স্লোগান
তৃণমূলের বিজয়া সম্মিলনীতেও কেষ্ট-কাজল সংঘাত! অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের মধ্য়ে স্লোগান, পাল্টা স্লোগান। স্লোগানের জেরে কার্যত ভাষণ থামাতে হল সাংসদ শতাব্দী রায়কে। মঞ্চ থেকে দলকে এক হওয়ার বার্তা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। শনিবার মুরারই ১ ব্লকে শাসক দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে মঞ্চে ছিলেন অনুব্রত মণ্ডল। কাজল শেখ মঞ্চে উঠতেই অনুব্রত মণ্ডলের নামে স্লোগান। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নামেও পাল্টা স্লোগান।
West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনায় মোট ৬ জায়গায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী
দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। মোট ৬ জায়গায় বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা।






















