West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার বজবজে পরপর বোমাবাজি, গুলি চালানোর ভিডিও ভাইরাল, ফের সামনে এল সিন্ডিকেট রাজ
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সব খবর দেখুন একনজরে।

Background
কলকাতায় ফের প্রশ্নে নারী নিরাপত্তা। শ্লীলতাহানি তরুণীর, প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টা। খুন-অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি। গড়ফা থানায় লিখিত অভিযোগ।
অপরাজিতা বিল কার্যকর করাতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধিদল। কটাক্ষ বিজেপির।
দত্তপুকুরে মুণ্ডহীন দেহ। দেহ উদ্ধারে মূল অভিযুক্ত জম্মুর সাম্বা থেকে গ্রেফতার। খুনের পর জম্মু পালিয়ে গা ঢাকা দেয় জলিল। ধাওয়া করে গতকাল গ্রেফতার। খোঁজ চলছে আরও ২ জনের।
নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। পার্ক স্ট্রিট থেকে পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি অরুণময় দাস।
কোচবিহার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু। হস্টেল থেকে উদ্ধার বিহারের বারাউনির বাসিন্দা ওই তরুণের ঝুলন্ত দেহ। সম্পর্কে টানাপোড়েনে আত্মহত্যা, অনুমান পুলিশের।
মালদার হবিবপুরে BSF-এর পোশাক পরে, খেলনা বন্দুক নিয়ে বাংলাদেশে গরু পাচারের ছক। বাধা দিলে নকল অস্ত্র উঁচিয়েই হুমকি। ৩ পাচারকারীকে আটক করল BSF.
বউবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে। দু’ দফায় আটদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। আজ থেকে রবিবার আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো।
West Bengal News Live: অপরাজিতা বিল কার্যকর করাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল
অপরাজিতা বিল কার্যকর করাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সঙ্গে দেখা করল ১১ সদস্যের তৃণমূল প্রতিনিধিদল। সরকারই যদি প্রমাণ লোপাট করে, কড়া আইন এনে কী হবে? কটাক্ষ করেছে বিজেপি।
WB News Live: নিউটাউনে মহিলাদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
নিউটাউনে মহিলাদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা। মহিলাদের নাইট শিফটে কাজে নিরাপত্তার দাবিতে জনস্বার্থ মামলা। মহিলাদের নিরাপত্তায় গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের।






















