(Source: Poll of Polls)
West Bengal News Live Update: বকেয়া চার পুরভোটের আগে রাজ্যে আসছেন নাড্ডা
WB News Live Updates: নতুন কমিটি নিয়ে অব্যাহত অসন্তোষ। বিজেপির অস্বস্তি বাড়িয়ে এবার একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার ৪ বিধায়ক।
LIVE
Background
কলকাতা : দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ৫ বিজেপি বিধায়ক (BJP MLAs)। এই রেশ কাটতে না কাটতেই এবার একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ত্যাগ করলেন বাঁকুড়ার (Bankura) ৪ বিজেপি বিধায়কও। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে দল। বিজেপির রাজ্য সভাপতি পদে বসার তিন মাস পর, রাজ্যজুড়ে সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
অন্যান্য জায়গার সঙ্গে শনিবার বাঁকুড়া জেলা নেতৃত্বেও বদল আনা হয়। বাঁকুড়া সাংগঠনিক জেলায় বিবেকানন্দ পাত্রকে সরিয়ে তাঁর জায়গায় নতুন সভাপতি করা হয় সুনীল রুদ্র মণ্ডলকে। অন্যদিকে, সুজিত অগস্তির জায়গায় বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হন বিল্লেশ্বর সিংহ।
আর তার একদিন পর রবিবার সন্ধেয়, আচমকাই একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। ইন্দাসের নির্মল ধাড়া। এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি।
গ্রুপ-ত্যাগের কারণ হিসেবে ইন্দাসের বিধায়ক জানিয়েছেন, যাঁকে সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে, তাঁকে উপযুক্ত মনে করেন না বলেই, প্রতিবাদে দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন। এবিষয়ে আপত্তি জানিয়ে জেপি নাড্ডাকে চিঠি দেবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, একাধিক নেতার গ্রুপ-ত্যাগ নিয়ে অস্বস্তির মধ্যেই নতুন বিতর্ক তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। স্থানীয় বিজেপি বিধায়কের উপস্থিতিতে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। নিগৃহীত হয়েছেন বনগাঁ পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য ও তাঁর স্ত্রী, কালুপুর পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
এক নজরে আজকের গুরুত্বপূর্ণ খবর -
- বস্ত্রশিল্পে জিএসটি বৃদ্ধি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা অমিত মিত্রের। ফের বড় ভুল করতে চলেছেন বলে আক্রমণ। কোনও ক্ষতি হবে না, পাল্টা বিজেপি।
- আফস্পা প্রত্যাহার নিয়ে কমিটি গঠন করছে কেন্দ্র। ৪৫ দিনে রিপোর্ট। শাহের সঙ্গে নাগাল্যান্ড-অসমের মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই বিজ্ঞপ্তি নাগাল্যান্ড সরকারের।
- ৪ সপ্তাহের ব্যবধানে ১৫ ঊর্ধ্বদের জন্যেও ২টি করে ডোজ, জানাল টাস্ক ফোর্স। ৬০ ঊর্ধ্বদের বুস্টার ডোজে লাগবে কোমর্বিডিটি সার্টিফিকেট।
- দেশে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৪৫০। কলকাতায় ব্রিটেন ফেরত ৪জন করোনা আক্রান্ত। রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে কলকাতাই শীর্ষে। করোনা-মুক্ত করিনা।
- ৪দিন পার, বাঘের গর্জনে কাঁপছে কুলতলি। বাঘের খোঁজে সুন্দরবনের জঙ্গলে হুলস্তূল। এলাকা অন্ধকার করে তল্লাশি। ছাগলের টোপ দিয়ে পাতা হল খাঁচা। বনদফতরের সঙ্গে পাহারায় গ্রামবাসীরা।
West Bengal News Live : হুমায়ুনের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা
ওসিকে হুমকি, ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর। হুমায়ুন কবীরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর ভরতপুরের ওসির। সরকারি কর্মীর কাজে বাধা, অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ। এখনও পর্যন্ত এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হুমায়ুন কবীরের। হুমকি-বিতর্কে হুমায়ুনের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। সরকারি কাজে বাধা, গণ্ডগোলে উস্কানির ধারা। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল বিধায়কের।
West Bengal News Live Update: বকেয়া চার পুরভোটের আগে রাজ্যে আসছেন নাড্ডা
চারটি কর্পোরেশনের ভোটের আগে রাজ্যে আসছেন জে পি নাড্ডা। ৯ এবং ১০ জানুয়ারি বাংলায় আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানুয়ারির শেষ সপ্তাহে রাজ্যে আসবেন অমিত শাহ। সোমবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। সূত্রের খবর, বৈঠকে বলা হয়েছে, সংগঠনকে ঢেলে সাজাতে তারুণ্যে জোর দিতে হবে। সম্প্রতি সাংগঠনিক স্তরে রদবদলের পর, বিজেপির অন্দরের ক্ষোভ বাইরে চলে এসেছে। একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন বিজেপির পাঁচ মতুয়া বিধায়ক। অন্যদিকে, কিছুদিন আগে রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হন বিজেপি নেত্রী এবং রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে সোমবারের বৈঠকে সাংসদ, বিধায়কদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, সংগঠনে যাঁরা আছেন, তাঁদের প্রয়োজনীয় সম্মান দিতে হবে।
West Bengal News Live : ওমিক্রন নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক স্বাস্থ্য দফতরের
ওমিক্রন মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক হল স্বাস্থ্য দফতরের।
West Bengal News Live Update: বলঞ্চায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন ব্যবসায়ীর স্ত্রী
উত্তর দিনাজপুরের ইসলামপুরের বলঞ্চায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন ব্যবসায়ীর স্ত্রী। আক্রান্ত হলেন বিধায়কের ছেলেও। লুঠের উদ্দেশ্যেই হামলা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আটক করা হয়েছে ৬ জনকে।
West Bengal News Live : মালদায় কার্নিভাল ঘিরে কাজিয়া তৃণমূলের অন্দরে
মালদায় কার্নিভাল ঘিরে কাজিয়া তৃণমূলের অন্দরে। তাঁর হাত ধরেই অনুষ্ঠানের সূচনা। অথচ তাঁকেই নাকি আমন্ত্রণ জানানো হয়নি! এই অভিযোগ তুলে ইংরেজবাজার পুরসভার প্রশাসকমণ্ডলীর বিরুদ্ধে সরব হলেন ওই পুরসভারই প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।