West Bengal News Live : দক্ষিণেশ্বরে বাড়ি থেকে ফল ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার
West Bengal News Update : ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের বুথ সম্পাদকের দেহ উদ্ধার। লোকসভায় বাংলায় ভরাডুবি, নেতৃত্ব নিয়ে অভিমানী শুভেন্দু? ভোটে হার, কারচুপির আশঙ্কা নিশীথের
LIVE
Background
কলকাতা : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার খবর আসছে চারিদিক থেকে। এরই মধ্যে ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি ক্যানিংয়ে তৃণমূলের ২১৮ নম্বর বুথের সম্পাদক। নিহত নেতার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। পরিবারের দাবি, গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ বন্ধুদের ডাকে বাড়ি বেরিয়েছিলেন তৃণমূল নেতা। রাতে খবর আসে, বাড়ি থেকে ১০০ মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। পাশে পড়েছিল বাইক। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছ টাকা ধার নেন রবীন্দ্রনাথ। সেই কারণেই গতকাল তাঁকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয় বলে পরিবারের সন্দেহ।
অন্যদিকে, ২ দিনের ব্যবধানে রাজ্যে জোড়া ডাকাতির ঘটনা ঘটল বঙ্গে । রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার হলেও, ডোমজুড়ে সোনার দোকানের লুঠের দু'দিন পরেও অধরা দুষ্কৃতীরা। দুটি জায়গাতেই থানার কাছে ভরদুপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুম এবং ডোমজুড়ে MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্সে ডাকাতির ঘটনায় মিলেছে বিহার ও ঝাড়খণ্ড যোগ। রানিগঞ্জের ঘটনায় এখনও বিহার ও ঝাড়খণ্ডে তল্লাশি চালাচ্ছে আসানসোল -দুর্গাপুর কমিশনারেট। অন্যদিকে, ডোমজুড়ে সোনার দোকানে যারা হানা দিয়েছিল, তারাও বিহার অথবা ঝাড়খণ্ড থেকেই এসেছিল বলে মনে করছে পুলিশ। সময় যত গড়াচ্ছে, ততই পুলিশের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ।
WB News Live Updates: জামাই ষষ্ঠীতে গিয়ে 'খুন'! হুগলির বৈদ্যবাটিতে চাঞ্চল্য
জামাই ষষ্ঠীতে গিয়ে 'খুন'! হুগলির বৈদ্যবাটিতে চাঞ্চল্য। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ধরে ফেলায় খুন, দাবি মৃতের বোনের। প্রেমিককে নিয়ে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার স্ত্রী । পলাতক অভিযুক্ত প্রেমিক, পুলিশের তল্লাশি।
West Bengal News Live Updates: দক্ষিণেশ্বরে বাড়ি থেকে ফল ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার
দক্ষিণেশ্বরে বাড়ি থেকে ফল ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের দাবি, খুন করা হয়েছে ব্যবসায়ীকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
WB News Live Updates: নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারাসাত
নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারাসাত। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ। নাবালককে নৃশংসভাবে খুনের অভিযোগ, উত্তপ্ত বারাসাতের কাজিপাড়া। পুলিশকে লক্ষ্য করে ইট, কিছুক্ষণের জন্য টাকি রোড অবরোধ।
Mamata Banerjee: লোকসভা ভোটে সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর
'বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়', লোকসভা ভোটে সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর। 'রাজ্যে আছে শিল্প বান্ধব পরিবেশ, কিছুই বাধা হবে না, কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে ছাড় নয়', নবান্নে বণিকসভার সদস্যদের সঙ্গে বৈঠকে আশ্বাস মুখ্যমন্ত্রীর।
WB News Live Updates: হাঁস-মুরগির মাংস, ডিম খাওয়া নিয়ে কোনও নিষেধাজ্ঞা নয় চিকিৎসকদের
মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে এখনই উদ্বেগের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করল স্বাস্থ্য দফতর। হাঁস-মুরগির মাংস, ডিম খাওয়াতেও কোনও নিষেধাজ্ঞা জারি করেননি চিকিৎসকরা।