West Bengal News Live : ট্যাংরা হত্যাকাণ্ডে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ১২টি চাবির গোছা, মেঝেয় নীলরঙা বোতামে রক্ত !
আত্মহত্যা নয়, ট্যাংরার খুন। ২ গৃহবধূকে হাত ও গলার নলি কেটে হত্যা। গলার বাঁ দিক থেকে ডান দিকে টানা হয়েছিল ধারালো অস্ত্র। বাড়ির বড়দের সিদ্ধান্তেই পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে আত্মহত্যার চেষ্টা।

Background
২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার প্রায় ১১৫ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে সরলীকরণ করে, ২ থেকে ৩ কাঠা জমিতে বাড়ি নির্মাণ করার জন্য অনুমোদন ফি ৫০ শতাংশ কমিয়ে আনার কথাও বলা হয়েছে এবারের পুর-বাজেটে। পাশাপাশি বেআইনি নির্মাণ বন্ধ থেকে জলাভূমি ভরাট রুখতে কড়া পদক্ষেপের কথাও তুলে ধরা হল মেয়রের বাজেট বক্তৃতার বইয়ে। যদিও এবারের পুর-বাজেটকে দিশাহীন বাজেট বলে আক্রমণ শানালেন বিরোধীরা।
মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই গঙ্গাসাগরে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। নতুন মণ্ডল সভাপতির নামে টাকা দিয়ে পদ কেনার অভিযোগে পড়ল পোস্টার। অন্যদিকে, সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে অবৈধভাবে মণ্ডল সভাপতি নিয়োগ ও আর্থিক দুর্নীতির অভিযোগে বারুইপুরে যাদবপুর সাংগঠনিক জেলার অফিসে তালা লাগালেন বিজেপি কর্মী-সমর্থকরা।
সরস্বতী পুজোকে ঘিরে এক মাস আগেই শিরোনামে এসছিল নন্দীগ্রামের সীতানন্দ কলেজ। পুলিশি প্রহরায় পুজো মেটাতে বাধ্য হয়েছিল কলেজ কর্তৃপক্ষ। ঠিক এক মাস পর ফের তুলকালাম সেই কলেজে। কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনার অভিযোগে অধ্যক্ষের ঘরেই হাতাহাতিতে জড়াল টিএমসিপি ও এবিভিপি।
ট্যাংরার একই পরিবারের ৩ সদস্য়কে খুন করা হয়েছে। হাতের শিরা কেটে খুন করা হয়েছে ২ বউ সুদেষ্ণা দে ও রোমি দে-কে। ২ জনেরই গলায় রয়েছে ক্ষতচিহ্ন। আর, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কিশোরী প্রিয়ম্বদা দে-র। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, রিপোর্টে দেওয়া সময় অনুযায়ী, মঙ্গলবারই ঘটেছে খুনের ঘটনা।
WB News Live : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার এক বিজেপি নেতার বিরুদ্ধে চার্জশিট জমা CBI-এর
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার এক বিজেপি নেতার বিরুদ্ধে চার্জশিট জমা CBI-এর। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত চাকরিপ্রার্থীদের নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ।
Tangra News : দেনায় বসত বাড়িও বন্ধক!
বাজারে কয়েক কোটি টাকার দেনা ছিল ট্যাংরার পরিবারের। কারখানার ভাড়া দিতে পারছিলেন না। ব্যাঙ্কের কাছে বসত বাড়ি ছিল বন্ধক। দেনার দায়ে চরম সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।






















