West Bengal News Update : পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম কিশোর
কালো মেয়ের আলোর ছটায় ভরল বঙ্গ। পাশাপাশি উঠল প্রতিবাদের রবও। দীপাবলির সকালে স্মৃতি আঁকড়ে ঘরের কোণে পড়ে রইলেন আর জি করে নিহত চিকিৎসকের বাবা - মা।

Background
দীপান্বিতা অমাবস্যায় আলো ঝলমলে রাজ্য। কালীঘাটে বিশেষ পুজো, তারাপীঠে কুমারী পুজোয় কাটল রাত। দক্ষিণেশ্বর- লেক কালীবাড়িতে ভিড় জমালেন ভক্তরা। কালো মেয়ের আলোর ছটায় ভরল বঙ্গ। পাশাপাশি উঠল প্রতিবাদের রবও। দীপাবলির সকালে স্মৃতি আঁকড়ে ঘরের কোণে পড়ে রইলেন আর জি করে নিহত চিকিৎসকের বাবা - মা। বললেন, তাঁদের দীপাবলি ৯ অগাস্টই শেষ হয়ে গিয়েছে। এখন শুধুই আঁধার। বললেন, শব্দবাজিতে ভয় পেত মেয়ে। শুধু চরকি ফাটাতো। আলো দিয়ে বাড়ি সাজাত, আঁকত রঙ্গোলি। সব নিভে গিয়েছে। বারবার বিচারের আর্তি জানালেন আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা।
দীপাবলিতে প্রদীপের নিচে আঁধারটা আরও ঘন হল কুলতলির ঘটনায় । মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উল । ধরা পড়েছে অভিযুক্ত। অন্যদিকে আবার বর্ধমানে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল শিক্ষককে। পকসো আইনে মামলা রুজু হল।
দীপাবলিতে রাত গড়াতেই দেদার বাজি পুড়ল কলকাতায়। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে পুলিশের জালে ৭। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হল ২৬ জনকে।
Kolkata News Live : বিস্ফোরণে কেঁপে উঠল পাটুলি থানা সংলগ্ন খেলার মাঠ।
শুক্রবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল পাটুলি থানা সংলগ্ন খেলার মাঠ। গুরুতর জখম হয়েছে এক নাবালক। পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সকাল সাড়ে ১১টা নাগাদ খেলার মাঠে বিস্ফোরণ হয়। স্থানীয়দের দাবি, বল ভেবে বোমা নিয়ে খলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। কীভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পাটুলি থানা।
West Bengal News : হারিয়ে গেল ৩ কলেজের স্নাতকোত্তরের ১২০টি উত্তরপত্র, খবর সূত্রের
কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক উত্তরপত্র উধাও! হারিয়ে গেল ৩ কলেজের স্নাতকোত্তরের ১২০টি উত্তরপত্র, খবর সূত্রের।






















