Recruitment Scam: খারিজ জামিনের আর্জি, ৬ মার্চ পর্যন্ত মানিকের স্ত্রী-ছেলের জেল হেফাজত
West Bengal: মানিক-পুত্রের জামিনের আর্জি মামলায় বিস্ফোরক অভিযোগ ইডির। নিয়োগ দুর্নীতিতে শেক্সপিয়রের হ্যামলেটের উপমা টেনে বিস্ফোরক অভিযোগ ইডির।
কলকাতা: মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) পর জেল হেফাজতে তাঁর স্ত্রী ও ছেলেও। খারিজ জামিনের আর্জি, মানিকের স্ত্রী-ছেলের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ৬ মার্চ পর্যন্ত মানিকের স্ত্রী-ছেলের জেল হেফাজত। মানিকের স্ত্রী-ছেলেকে জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের।
বিস্ফোরক অভিযোগ:
মানিক-পুত্রের জামিনের আর্জি মামলায় বিস্ফোরক অভিযোগ ইডির। নিয়োগ দুর্নীতিতে শেক্সপিয়রের হ্যামলেটের উপমা টেনে বিস্ফোরক অভিযোগ ইডির। 'পশ্চিমবঙ্গে কোথাও একটা পচন ধরেছে, নিয়োগ দুর্নীতির প্রধান নায়ক পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য', মানিকের দুর্নীতিতে তাঁর স্ত্রীরও সক্রিয় ভূমিকা আছে, তিনি সব জানতেন', দাবি ইডির।
লন্ডনে বাড়ি:
লন্ডনে বাড়ি থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন ইডির আইনজীবী। তিনি বলেন, 'লোকে বলছে লন্ডনে তাঁদের বাড়ি আছে, সম্পত্তি-জনিত কারণেই ২ বার ইংল্যান্ডে যান মানিক-পুত্র সৌভিক, ২০১৭-র ৯ জুলাই রেসিডেন্সিয়াল পারপাসে ইংল্যান্ডে যান সৌভিক', যদিও বিষয়টি ইডির কাছে গোপন করেন মানিক-পুত্র, আদালতে দাবি ইডির আইনজীবীর। এই সময়েই বিচারক পাল্টা প্রশ্ন করেন, 'তাতে কি এটা প্রমাণিত হয়, তাঁদের ইংল্যান্ডে বাড়ি আছে?' তখন আবার ইডির আইনজীবী বলেছেন, 'নিশ্চয় বাড়ি আছে, না হলে কেন রেসিডেন্সিয়াল পারপাসে ভিসার আবেদন করবেন।'লন্ডনে মানিকের সম্পত্তি আছে কি না, জানতে বিদেশমন্ত্রককে চিঠি ইডির। চিঠি পাঠানো হয়েছে অভিবাসন দফতরেও, ইডি সূত্রে খবর। 'নিয়োগ দুর্নীতিতে কাজ করেছে মানিক-শতরূপা-সৌভিক এই ত্রিভুজ,' মলদ্বীপ থেকে ভিয়েতনাম, নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে, দাবি ইডির। এত অভিযোগ থাকলে গ্রেফতার করেননি কেন? ইডির আইনজীবীকে প্রশ্ন বিচারকের।
এদিনই এজলাসে বসে কথা বলছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। তা নজরে পড়তেই কড়া ধমক দিলেন ইডি-র বিশেষ আদালতের বিচারক। সূত্রের খবর, তিনি বলেছেন, ''অনেক কথা বলছেন, এরকম করলে পুলিশকে ডেকে হাজতে পাঠিয়ে দেব'।
আরও একটি নাম:
নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম। ওই নেতার PA-র অ্যাকাউন্ট থেকে ৩৯ লক্ষ টাকা জমা পড়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে। সিবিআইয়ের জেরায় বিস্ফোরক দাবি করলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সিবিআই সূত্রে খবর, গতকাল গোপালের মুখোমুখি বসে জেরায় কুন্তল দাবি করেন, চাকরি-বিক্রির ৬১ লক্ষ টাকা জমা পড়েছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে। এর মধ্যে ৩৯ লক্ষ টাকা এসেছে উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতার PA-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। সিবিআইয়ের দাবি, বিভিন্ন জায়গা থেকে এই টাকা জমা পড়েছিল। টাকার উৎস কী, তা জানতে আজ ফের গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
আরও পড়ুন: একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার? নৌশাদ সিদ্দিকির গ্রেফতারি মামলায় কড়া প্রশ্নের মুখে রাজ্য