West Bengal School Reopen: "স্কুলে আসার ক্ষেত্রে জোরাজুরি নয়,'' খবর স্কুল শিক্ষা দফতর সূত্রে
West Bengal School Reopen: বিজ্ঞপ্তিতে, ২ ফেব্রুয়ারি থেকেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের (Non Teaching Staff) স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে খোলা যাবে হস্টেলও।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ঘোষণার পরেই বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। পৃথক দুটি বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দফতর (School Education Department) ও উচ্চশিক্ষা দফতরের (Higher Education Department।
বিজ্ঞপ্তিতে, ২ ফেব্রুয়ারি থেকেই শিক্ষক (Teacher) ও শিক্ষাকর্মীদের (Non Teaching Staff) স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে খোলা যাবে হস্টেলও। শিক্ষা দফতর সূত্রে খবর, কাল থেকেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম শুরু। স্কুলে আসার ক্ষেত্রে জোরাজুরি নয়। কোনও পড়ুয়া না এলে উপস্থিতির হারে প্রভাব পড়বে না।
৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ (West Bengal School Reopen)। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)।
গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার শুনিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঘোষণা করা হয় ৩ জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের স্কুলগুলির পাশাপাশি ৩ ফেব্রুয়ারি থেকে বঙ্গে খুলছে বেসরকারি স্কুলও। ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল।’জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও।
উল্লেখ্য গত বছর ১২ ফেব্রুয়ারি ১০ মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। গত বছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী জানান নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোভিড বিধি মেনে শুরু হবে ক্লাস। এরপর ১৬ নভেম্বর থেকে রাজ্যে খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট শেষ হয়েছে।
আরও পড়ুন: WB Covid Curb: রাজ্যে ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেসরকারি স্কুলও