SSC Candidate List: ১৮৩ জন 'অযোগ্য' শিক্ষকদের নাম প্রকাশ কমিশনের, তালিকায় কারা কারা রয়েছেন?
SSC Calcutta Highcourt: সূত্রের খবর এই তালিকায় যাদের নাম রয়েছে, তার সিংহভাগই কোনও না কোনও স্কুলে পড়াচ্ছেন! অর্থাৎ এই অযোগ্যদের কাছ থেকেই স্কুলে শিক্ষা পাচ্ছে বহু ছাত্র-ছাত্রী।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হাইকোর্টের (Calcutta Highcourt) কড়া নির্দেশের পর বৃহস্পতিবার বিকেলেই, ১৮৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। যাঁরা বেআইনিভাবে যোগ্যদের টপকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ।
এসএসসির দেওয়া তালিকার ওপরেও লেখা হয়েছে এই তালিকায় যে ১৮৩ জনের নাম রয়েছে, তাঁরা ভুল পথে চাকরির সুপারিশপত্র পেয়েছিলেন। সব বিষয়ের প্রার্থীই রয়েছেন তালিকায়। এর মধ্যে ইংরেজির প্রার্থী সবথেকে বেশি। সূত্রের খবর এই তালিকায় যাদের নাম রয়েছে, তার সিংহভাগই কোনও না কোনও স্কুলে পড়াচ্ছেন! অর্থাৎ এই অযোগ্যদের কাছ থেকেই স্কুলে শিক্ষা পাচ্ছে বহু ছাত্র-ছাত্রী।
তালিকায় কারা রয়েছেন?
কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সংরক্ষিত তালিকাতেই (SC, OBC-A, OBC-B) অযোগ্য প্রার্থীরা সবচেয়ে বেশি চাকরি পেয়েছেন। এছাড়াও জেনারেল ক্যাটেগরিও রয়েছে। বিষয়ভিত্তিক যদি তথ্য দেখা যায়, তাহলে বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক- এই বিষয়গুলিতে এই 'ভুয়ো নিয়োগ' হয়েছে।
আরও পড়ুন, অবশেষে প্রকাশ্যে এল অযোগ্য শিক্ষকদের তালিকা, ১৮৩ জনের নাম প্রকাশ
যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তাঁদের কেবল নাম নয়, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।
- ১৮৩ জনের এই তালিকায় বাংলা বিষয়ে নাম রয়েছে ২১ জনের। দেখে নিন যাঁদের নাম রয়েছে সেই তালিকা-
- ইংরেজিতে রয়েছে ৫৬ জনের নাম। এক নজরে দেখে নিন সেই তালিকা-
- ভূগোলে রয়েছে ২৯ জনের নাম। কারা কারা আছেন সেখানে, দেখে নিন-
- ইতিহাসে নাম রয়েছে ১৫ জনের, জীবনবিজ্ঞানে ২১ জন।
- অঙ্কে নাম রয়েছে ১৭ জনের, ভৌতবিজ্ঞানে নিয়োগ করা হয়েছিল ২৩ জনকে।