(Source: ECI | ABP NEWS)
West Bengal News :রাজ্য সরকারী কর্মীদের উপর বিরাট সুখবর, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
পুলিশের মারে আহত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দেখতে রাতে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

Background
সকাল থেকে রাত। চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। মেন গেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এরপর রাতে লাঠিচার্জ করে, গলাধাক্কা দিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পুলিশের মারে আহত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দেখতে রাতে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধল। সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ দেখালেন চাকরিহারা শিক্ষকরা। তৃণমূল নেতার গাড়ির সামনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। পাল্টা তেড়ে গিয়ে শাসানি দেন সব্যসাচী। রাতেই চাকরিহারাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ। দুর্নীতির জেরে হকের চাকরি খুইয়েছেন। তার প্রতিবাদ করতে গিয়ে জুটল মার। পুলিশের লাঠি থেকে তৃণমূল নেতার অনুগামীদের লাথি বাদ গেল না কিছুই। বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার বাঁধল। রাতেই লাঠি চালিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ।
বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতা সব্যসাচী দত্তর হাতে আক্রান্ত এবিপি আনন্দর প্রতিনিধি। প্রথমে এবিপি আনন্দর বুমে ধাক্কা, তারপর, এবিপি আনন্দর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যকে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দেন তৃণমূল নেতা। টিভি নাইন বাংলার সাংবাদিককেও হেনস্থা করেন সব্য়সাচী দত্তর অনুগামীরা।
WB News Live : এভারেস্ট ছোঁয়া হল কিন্তু বেঁচে ফেরা হল না রানাঘাটের বাসিন্দার
এভারেস্ট ছোঁয়া হল। কিন্তু বেঁচে ফেরা হল না! বাঙালির পর্বতারোহণে ফের দুঃসংবাদ। এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হল রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের।
Teachers Protest : আটকে থাকা কর্মচারীদেরও তো একটা অধিকার আছে, বলল পুলিশ
'বিকাশ ভবনের আটকে থাকা কর্মচারীদেরও তো একটা অধিকার আছে। তাঁরা তো কোনও অন্যায় কাজ করেননি, তাঁরা কাজ করতে এসেছিলেন'























