SSC Hearing Supreme Court : আজ ক'টায় সুপ্রিম কোর্টে SSC-শুনানি, যোগ্য-অযোগ্য তালিকা দেবে এসএসসি?
সোমবার সব যোগ্য চাকরিপ্রার্থীর মনে একটাই প্রশ্ন, যোগ্য-অযোগ্যদের আলাদা করতে নথি পেশ করবে এসএসসি? কারণ এর আগে অবস্থান বদল করেছে SSC ।
বিজেন্দ্র সিংহ, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। এর মধ্যে রয়েছেন অযোগ্য আর যোগ্য প্রার্থীরা। কিন্তু কে যোগ্য আর কে অযোগ্য, দুধ আর জল আলাদা করতে না পেরেই হাইকোর্ট বাতিল করে দিয়েছে পুরো ২০১৬ র প্যানেলটাই। এই চাকরি-বাতিল মামলারই শুনানি আজ সুপ্রিম কোর্টে । গত সোমবার এই মামলার প্রথম শুনানি ছিল শীর্ষ আদালতে। এর আগের শুনানিতে হাইকোর্টের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশই আপাতত বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। সোমবার কি আশার আলো দেখতে পাবেন লক্ষ লক্ষ যোগ্য চাকরিপ্রার্থী? ঠিক কখন আজ এই মামলার শুনানি ? সকলের নজর দিল্লির দিকে।
সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্টে যে মামলাগুলির সময় দেওয়া হয়েছে, সেই তালিকায় ৩০ নম্বরে রয়েছে এসএসসির মামলাটি। তাই ধারণা করা হচ্ছে, এই মামলার শুনানি হতে হতে দুপুর গড়িয়ে যাবে। মোটামুটি দুপুর ২ টোর পরই হতে পারে শুনানি। সোমবার সব যোগ্য চাকরিপ্রার্থীর মনে একটাই প্রশ্ন, যোগ্য-অযোগ্যদের আলাদা করতে নথি পেশ করবে এসএসসি? কারণ এর আগে অবস্থান বদল করেছে SSC ।
আরও পড়ুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা,মহিলাদের সম্মানহানির অভিযোগে FIR
হাইকোর্টে SSC-র চেয়ারম্য়ানজানিয়ে ছিলেন, যোগ্য়-অযোগ্য়দের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব। সুপ্রিম-শুনানির প্রথম দিনের পর যখন প্রধানমন্ত্রী আশ্বাস দেন যোগ্য চাকরিহারাদের পাশে থাকার, তারপরই কার্যত নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান তিনি। স্কুল সার্ভিস কমিশনের চেয়ার ম্যান আশ্বাস দেন, তাঁরা চেষ্টা করবেন সুপ্রিম কোর্টেকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য়, অযোগ্য় বিভাজন করা সম্ভব। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো, যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে লিগাল সেল করেছে বিজেপি।
হাইকোর্টের নির্দেশে চাকরিহারা সুমন বিশ্বাস জানান, 'মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন, তিনি যোগ্যদের পক্ষে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে এসএসসি যোগ্য - অযোগ্যদের আলাদ তালিকা দিক।' হাইকোর্টের নির্দেশে অপর চাকরিহারা সায়নী রায় হালদার এই ঘটনার জন্য দায়ী করলেন, রাজ্য ও SSCকেই। তাঁর দাবি,'এদের জন্য আমাদের এই অবস্থা। কাল যে শুনানি, আমরা প্রত্যাশা করব, যোগ্য-অযোগ্যদের তালিকা SSC দেবে, আমার বিশ্বাস আগামীদিন ন্যায় বিচার পাব।'
এখন, এসএসসি কী করে, তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেই দিকেই চাতক-নয়নে তাকিয়ে যোগ্যরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে