Top News: ক্ষমাপ্রার্থী মমতা, আটক ৭ কুড়মি আন্দোলনকারী, ব্যারাকপুর ডাকাতিতে গ্রেফতার ২- দুপুরের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখুন
WB Top News: এক নজরে দেখে নিন দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি
এগরা বিস্ফোরণকাণ্ডে ক্ষমা চাইলেন মমতা
বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়েছি। বেআইনি বাজি কারখানা রুখতে সেখানে আমরা ক্লাস্টার তৈরি করব। ফায়ার ক্র্যাকারের বদলে তৈরি হবে গ্রিন ক্র্যাকার। অনেকে পয়সার লোভে বেআইনি বাজি কারখানা গড়ে, আর অন্যদের প্রাণ যায়। অনেকে রাজনীতির জলঘোলা করেছেন। এগরায় বিস্ফোরণকাণ্ডে ১১ জনের মৃত্যুর পর, ১১ দিনের মাথায় খাদিকুলে গিয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরণে নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য় ও পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বেআইনি বাজি কারখানা হলে সেই তথ্য থানার ওসি-কে জানান। তিনি ব্যবস্থা না নিলে আমি সরিয়ে দেব। তাঁর দাবি, ঝাড়খণ্ড থেকে অস্ত্র আসে। খাদিকুল বিস্ফোরণে যাঁরা হোমগার্ডের চাকরি পেলেন, তাঁদের ঝাড়খণ্ড সীমানায় নজরদারির জন্য মোতায়েন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
আটক ৭ কুড়মি আন্দোলনকারী
ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলা, মন্ত্রী বীরবাহার গাড়িতে ভাঙচুর। স্বতঃপ্রণোদিত মামলা রুজু। আটক ৪। আজ খেমাশুলিতে বিক্ষোভ দেখানোর আগেই আটক ৩ কুড়মি আন্দোলনকারী। অভিষেকের কনভয়ে হামলা-যোগ অস্বীকার করে চক্রান্তের অভিযোগ কুড়মি সংগঠনের। শালবনিতে এলে খোদ মুখ্যমন্ত্রীর কাছেই দাবি-দাওয়া পেশ করতে চান কুড়মিরা। অনুমতি চেয়ে পুলিশ সুপারকে চিঠি।
রাজ্যে হাওয়া-বদল
সকালে রোদ উঠলেও, বেলা গড়াতেই আবহাওয়ার মুড বদল। কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয় বৃষ্টি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি, ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। তবে কাল থেকেই রাজ্যে হাওয়া বদল। চড়বে পারদ। আগামী কয়েকদিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে ফের একবার জ্বালাপোড়া গরম ফিরতে চলেছে বঙ্গে।
ব্যারাকপুর খুনে নয়া তথ্য
ব্যারাকপুরে সোনার দোকানে লুঠের আগে হাওড়ার একটি দোকানে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা। ধৃত ২ জনকে জেরা করে এই তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, ২৪ মে, প্রথমে হাওড়ার কদমতলা এলাকার একটি সোনার দোকানে হানা দেওয়ার পরিকল্পনা ছিল ডাকাতদের। ১৮ মে, রেকি করতে ওই দোকানে গিয়ে ৫০০ টাকা দিয়ে একটি রুপোর চেন কেনে তারা। অলি-গলি, রাস্তা দেখে আসার পর, ২৪ মে, প্রথমে কদমতলার সোনার দোকানেই হানা দেয় ডাকাতরা। কিন্তু সেইসময় ক্রেতার ভিড় থাকায়, ডাকাতির ছক বানচাল হয়ে যায়। এরপরই ব্যারাকপুরের আনন্দপুরীতে সিংহ জুয়েলারি হাউসে অপারেশন চালায় ডাকাতরা।
হুগলির শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লক
হুগলির শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লক। আজ ও কাল হাওড়া-তারকেশ্বর শাখায় বহু লোকাল বাতিল করা হয়েছে। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-তারকেশ্বর শাখায় শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে আরসিসি বক্স লাগানোর জন্য আজ রাত সাড়ে ১০টা থেকে আগামীকাল বেলা ১২টা ৫৫ পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। সেইসঙ্গে শেওড়াফুলি থেকে সিঙ্গুর স্টেশন পর্যন্তও পাওয়ার ব্লক করা হবে। তার জেরে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট আপ এবং গোঘাট, তারকেশ্বর, আরামবাগ থেকে হাওড়া ডাউন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তবে যাত্রী দুর্ভোগ কমাতে আগামীকাল সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে একজোড়া আপ ও ডাউন ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।