West Bengal Top News: ইডির তলবে হাজির সায়নী, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও ধোঁয়াশা
Top News: এক ঝলকে দুপুরের গুরুত্বপূর্ণ খবর।
সায়নীকে জিজ্ঞাসাবাদ:
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে হাজির সায়নী ঘোষ। সকাল ১১টা ২২ মিনিটে সিজিও-তে ঢোকেন সায়নী ঘোষ। রাজনৈতিক প্রতিহিংসায় তলব, অভিযোগ সায়নীর। 'প্রচারে ছিলাম, ৪৮ ঘণ্টার নোটিসে ডেকে পাঠানো হয়', অভিযোগ সায়নীর। কুন্তলকে চেনেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়ালেন সায়নী। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করার আশ্বাস তৃণমূল নেত্রী। ৪ পাতার প্রশ্নমালা নিয়ে যুব তৃণমূলের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ ইডির। সায়নীর সঙ্গে কুন্তলের কী যোগ? তাঁর সম্পত্তির উৎসই বা কী? জানতে চায় ইডি
গ্রেফতারির প্রতিবাদ:
পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি প্রার্থীদের গ্রেফতারের প্রতিবাদ কোচবিহারে। কোচবিহারের পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় ৬ বিজেপি বিধায়ক। ভোটের আগে পুলিশি সন্ত্রাসের অভিযোগ বিজেপির। হারবে জেনে নাটক বিজেপির, কটাক্ষ তৃণমূলের।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ধোঁয়াশা:
রাজ্যে কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? এখনও পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা। '৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি। উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন', জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা
আরও ৬ মাস মেয়াদ:
রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ৬ মাস বাড়াল কেন্দ্র। হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়াল কেন্দ্র। আজই মুখ্যসচিব হিসেবে শেষদিন ছিল হরিকৃষ্ণ দ্বিবেদীর। মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে ২ বার কেন্দ্রকে চিঠি পাঠানো হয় নবান্নের তরফে। আজ সকালে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা নবান্নে এসে পৌঁছয়।
ফের প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে:
ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। কাঁকসার তৃণমূল নেতার মাথায় পুলিশকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, 'আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতা পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট। কিছু আধিকারিক আঞ্চলিক দল তৃণমূলের রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন, মনোনয়ন প্রত্যাহার না করায় কিছু জন বিজেপি প্রার্থীদের মারধর করছে এবং মঞ্চে তৃণমূল নেতা বক্তব্য রাখার সময় কেউ দাসের মতো ছাতা ধরে রাখে।' তিনি আরও লিখেছেন, 'একজন পুলিশকর্মী ছাতা ধরে আছেন, যখন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চট্টোপাধ্যায় মঞ্চে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন।' অবাধ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'এটা ঘটছে যখন আদর্শ আচরণ বিধি জারি রয়েছে এবং আমরা আশা করি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাকি পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে।' দেখতে হবে আদৌ উনি পুলিশকর্মী কিনা, পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।
আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন