West Bengal Weather : মকর সংক্রান্তির এক সপ্তাহ আগেও স্বাভাবিকের অনেক উপরে তাপমাত্রা, আদৌ ফিরবে শীত?
Kolkata Weather Update : সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে, ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : মকর সংক্রান্তি এগিয়ে এল। তবু শীতের দেখা নেই। আবারও তাপমাত্রা চড়ল। সোমবার কুয়াশা মাখা সকালেও তাপমাত্রা রইল স্বাভাবিকের উপরেই।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে, ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। তবে শীত ফিরবে, তাও শিগগিরিই। বলছে আবহাওয়া দফতর। ১০ই জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবারো নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে পারদ পতন হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর । সপ্তাহের শেষে আরও একবার শীতের স্পেল দেখা যাবে । সকালে হালকা ও মাঝারি কুয়াশা এবং পরে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
আগামী দুই দিনে রাতের তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। সোমবার কলকাতায় তাপমাত্রা ১৬.৭ থেকে বেড়ে হয়েছে ৭.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল দিনের বেলায় ৯৪ শতাংশ এবং রাতে ৪৯ শতাংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে খুব সকালে। পূবালী হাওয়ায় গত ৭২ ঘন্টায় প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার ফলে কোনও কোনও জেলায় কুয়াশার সঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী দু'দিনে আরও সামান্য বাড়বে রাতের তাপমাত্রা।
উত্তরবঙ্গের আবহাওয়া
হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। ২-১ টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিনে। সপ্তাহের শেষ দিকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
আজ সারা বাংলার কোথায় কত তাপমাত্রা দেখুন
সোর্স : https://mausam.imd.gov.in/
Date: 2024-01-08 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Asansol | 24.2 (07/01) | -1 | 14.6 | 4 | 86 | 70 (07/01) | NIL |
ASHOKNAGAR | 25.8 (07/01) | -- | 15.0 | -- | -- | -- | NIL |
Baharampur | 24.2 (07/01) | 0 | 14.6 | 3 | 87 | 84 (07/01) | NIL |
Bankura | 25.0 (07/01) | 1 | 13.0 | 2 | 91 | 72 (07/01) | NIL |
Bishnupur | 25.0 (07/01) | 1 | 13.0 | 2 | 91 | 75 (07/01) | NIL |
Burdwan | 26.6 (07/01) | 2 | 14.0 | 3 | 74 | 86 (07/01) | NIL |
Coochbehar | 26.5 (07/01) | 3 | 11.2 | 2 | 96 | 77 (07/01) | NIL |
Darjeeling | 13.8 (07/01) | 2 | 5.0 | 3 | 81 | 76 (07/01) | NIL |
Diamond Harbour | 26.7 (07/01) | 2 | 16.2 | 3 | 96 | 77 (07/01) | NIL |
Digha | 27.2 (07/01) | 2 | 15.7 | 2 | 84 | 74 (07/01) | NIL |
Jalpaiguri | 27.7 (07/01) | 5 | 14.9 | 5 | 89 | 68 (07/01) | NIL |
Kalimpong | 15.5 (07/01) | -1 | 10.0 | 3 | 75 | 56 (07/01) | NIL |
Kolkata-Alipur | 25.3 (07/01) | 1 | 17.1 | 3 | 84 | 66 (07/01) | NIL |
Kolkata-Dum Dum | 26.0 (07/01) | 1 | 16.0 | 3 | 90 | 57 (07/01) | NIL |
Kolkata-Howrah | 26.5 (07/01) | 2 | NA | -- | 86 | 67 (07/01) | NIL |
Kolkata-Salt Lake | 26.5 (07/01) | -- | 16.6 | -- | 88 | 60 (07/01) | NIL |
Krishnanagar | 23.6 (07/01) | -1 | 11.8 | 1 | 80 | 62 (07/01) | NIL |
Malda | 22.2 (07/01) | 0 | 15.4 | 4 | 92 | 81 (07/01) | NIL |
Maya Bandar | 29.2 (07/01) | 0 | 23.4 | 1 | 83 | 72 (07/01) | NIL |
Midnapore | 25.7 (07/01) | 1 | 15.6 | 2 | 92 | 68 (07/01) | NIL |
MURSHIDABAD | 23.9 (07/01) | -- | 14.5 | -- | -- | -- | NIL |
Nancowrie | 30.6 (07/01) | -1 | 25.8 | 1 | 81 | 85 (07/01) | 4 |
Port Blair | 31.7 (07/01) | 2 | 26.2 | 3 | 71 | 70 (07/01) | NIL |
PURULIA | 23.3 (07/01) | -1 | 13.1 | 1 | 79 | 65 (07/01) | NIL |
RAMSHAI | 26.2 (07/01) | -- | 11.8 | -- | 99 | 91 (07/01) | NIL |
RATUA | 20.7 (07/01) | -- | 14.2 | -- | 100 | 100 (07/01) | NIL |
SANTINIKETAN BOLPUR | 24.7 (07/01) | -- | 13.5 | -- | 99 | 76 (07/01) | NIL |
Siliguri | 28.0 (07/01) | -- | 18.2 | -- | 93 | 76 (07/01) | NIL |
Sriniketan | 24.5 (07/01) | 1 | 12.5 | 2 | 93 | 73 (07/01) | NIL |
Sunderban | 26.0 (07/01) | 1 | 16.0 | 1 | 84 | 67 (07/01) | NIL |
আরও পড়ুন :
আজ ভোরেও কুয়াশা কলকাতার আকাশে, ঠান্ডার আমেজ কি ফিরবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y