(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Weather : আর কিছুক্ষণেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি ! দক্ষিণের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের ইঙ্গিত
শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : অবশেষে স্বস্তির বৃষ্টি। রবিবার রাজ্য জুড়ে ধারাপাতের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। ছিটেফোঁটা নয়, রীতিমতো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। আরো কিছুটা কমবে তাপমাত্রা।
আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। মধ্য ভারতের বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নি্ম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই দুইয়ের প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে পূর্ব , মধ্য এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে।
উত্তরেও বৃষ্টি
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাহাড় ও সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ কমবে। রবিবারে উত্তরের আট জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সোমবারে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার বৃষ্টি ও দমকা হাওয়া বাড়বে কলকাতায়। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেমে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি।
আগামী ৭ দিন কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
21-Apr | 29.0 | 39.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
22-Apr | 27.0 | 39.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
23-Apr | 26.0 | 37.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
24-Apr | 27.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
25-Apr | 27.0 | 37.0 | Partly cloudy sky | |
26-Apr | 29.0 | 37.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
27-Apr | 28.0 | 36.0 | Partly cloudy sky |