West Bengal Weather : ৫ দিনে অনেকটা বাড়তে পারে গরম ! তাপমাত্রা কোথায় গিয়ে ঠেকবে জানাল আবহাওয়া দফতর
গত সপ্তাহে তবু বৃষ্টি-বাদলায় কিছুটা ঠান্ডা ভাব ছিল। কিন্তু এই সপ্তাহে তেমন কোনও সম্ভাবনা এখনও দেখছে না আবহাওয়া দফতর।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : পশ্চিমবাংলার রাজনৈতিক উত্তাপ তো চড়ছেই, এবাড় চড়বে গরমও। গত সপ্তাহে তবু বৃষ্টি-বাদলায় কিছুটা ঠান্ডা ভাব ছিল। কিন্তু এই সপ্তাহে তেমন কোনও সম্ভাবনা এখনও দেখছে না আবহাওয়া দফতর। বরং শুষ্ক আবহাওয়ায় আগামী ৫ দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভিজবে উত্তরবঙ্গ ।
কলকাতায় আজ ভোরের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও মূলত পরিষ্কার আকাশই থাকবে দিনভর। বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ফলে বাইরে বেরলে কুলকুল করে ঘেমে যাওয়ার সম্ভাবনা। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে, দিন ও রাতের তাপমাত্রা বেশ পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্প কম থাকায় শুষ্ক গরম অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে এই শুষ্ক গরম বেশি অনুভূত হবে।
-
উত্তরবঙ্গে বৃষ্টি
আগামী কয়েকদিন কলকাতা শহরে তাপমাত্রা কেমন থাকবে , তা প্রকাশিত হয়েছে আবহাওয়া দফতরের ওয়েবসাইটে। দেখে নিন এক নজরে। https://city.imd.gov.in/ অনুসারে -
অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পাঁচ জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ; শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। -
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 05-Apr 26.0 35.0 Partly cloudy sky 06-Apr 26.0 36.0 Mainly Clear sky 07-Apr 26.0 36.0 Mainly Clear sky 08-Apr 26.0 37.0 Mainly Clear sky 09-Apr 26.0 38.0 Mainly Clear sky 10-Apr 27.0 38.0 Mainly Clear sky 11-Apr 27.0 39.0 Mainly Clear sky
মার্চেই গরম (Heat) বেড়েছে অনেকটা। এপ্রিল-জুন-জুলাইয়ে আরও গরম বাড়তে চলেছে দেশে, এমনটাই পূর্বাভাস। কাঠফাটা গরমে বাঁচাই দুষ্কর হয়ে উঠতে পারে। ১৯০১-এর পর থেকে ভারতে উষ্ণতম ফেব্রুয়ারি এ বছরেই। তবে আগামী সপ্তাহগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, মৌসম ভবন।
গত বছরেও রেকর্ড গরম পড়েছিল। যার জেরে ফসলের অত্যন্ত ক্ষতি হয়েছিল। ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) এ বছরও তাপমাত্রা ছুঁতে পারে।