West Bengal Weather : জুনের শুরুতেই বঙ্গের এই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি, বর্ষা কবে
West Bengal Weather Update : জুন মানেই বর্ষার আগমনের মাস। তবে জুনের শুরুতে গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে সোমবারও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। আংশিক মেঘলা আকাশ হবে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি হবে বলেই পূর্বাভাস। যদিও উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি চলবে।
জুনে বইবে লু
জুন মানেই বর্ষার আগমনের মাস। তবে জুনের শুরুতে গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই। ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতে। এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম হাওয়া অর্থাৎ লু-এর পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এর পর থেকে তাপমাত্রা বাড়বে। রাজ্যজুড়েই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
বর্ষার আগমন কবে
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বছর বর্ষার আগমন ঘটবে সময়েই। স্বাভাবিক এবং স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা ৬৭ শতাংশ। আবহাওয়া দফতরের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষিজীবী মানুষেরা। বৃষ্টির উপরই কৃষিকার্য নির্ভর করে মূলত। তাই বর্ষার আগমনে কোনও হেরফের ঘটছে না বলে জানতে পেরে, নিশ্চিন্ত বোধ করছেন।ভূূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রণ সম্প্রতি জানান, "এ বছর স্বাভাবিক বৃষ্টি দেখবে গোটা দেশ। নির্ধারিত সময় মেনে জুন থেকে সেপ্টম্বরের মধ্যেই থাকবে বর্ষার মেয়াদ।" যদিও একদিন আগেই, একটি বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' জানায়, চলতি বছরে স্বাভাবিকের চেয়ে কম বর্ষার প্রভাব তুলনামূলক কম থাকবে।।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দু-এক পশলা ভারি বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টায়। কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে পার্বত্য এলাকার জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে মঙ্গলবার থেকে।
সোমবার কলকাতার আবহাওয়া কেমন
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে , কলকাতায় সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনও আবার আকাশ পরিষ্কার হবে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। এদ্ন বৃষ্টির সম্ভাবনা একান্তই কম। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। রবিবাার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম।
আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
29-May | 27.0 | 36.0 | Thunderstorm with rain | |
30-May | 29.0 | 37.0 | Partly cloudy sky | |
31-May | 29.0 | 38.0 | Mainly Clear sky | |
01-Jun | 30.0 | 39.0 | Mainly Clear sky | |
02-Jun | 30.0 | 36.0 | Mainly Clear sky | |
03-Jun | 29.0 | 38.0 | Mainly Clear sky | |
04-Jun | 29.0 | 37.0 | Mainly Clear sky |