Weather Today: বৃষ্টি দুর্যোগে আজও ভাসবে বাংলা? কোন কোন জেলায় সতর্কতা?
Weather Updates: বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়।
কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) অবশিষ্ট অংশ নিম্নচাপ (Depression) হয়ে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও ওড়িশা (Odisha) উপকূলে। এর প্রভাবে রাতের তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ মেঘলা থাকবে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। থমকে শীতের আমেজ। তবে শনিবার থেকে নামতে পারে তাপমাত্রা।
আরও পড়ুন, পাহাড়ে ঘুরতে যাচ্ছেন? রেলপথে অদল-বদল হচ্ছে জানেন তো? দেখুন গোটা তালিকা
উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্ত হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, ৮ তারিখ শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর তারপরই তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা ১০ তারিখ থেকে ২০ ডিগ্রি ১০ তারিখ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা রয়েছে। ১০ তারিখের পর থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে। কিছুদিন তাপমাত্রা এরকম থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে