Train Cancel: পাহাড়ে ঘুরতে যাচ্ছেন? রেলপথে অদল-বদল হচ্ছে জানেন তো? দেখুন গোটা তালিকা
Eastern Railway: নন ইন্টারলকিং কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে, জানিয়েছে পূর্ব রেলওয়ে।
কলকাতা: ফের ট্রেনে সমস্যা। হাওড়া ডিভিশনে (Howrah Division) নন ইন্টারলকিং (non interlocking) কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার জন্য বাতিল (Train Cancel) হয়েছে একাধিক ট্রেন। রুটও কাটছাঁট করা হয়েছে একাধিক ট্রেনের (Eastern Railway)।
ছাতরা ও মুরারই-এর মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য় সাহেবগঞ্জ-রামপুরহাট শাখায় ছাতরা-মুরারই স্টেশনে আগামী ১০ ডিসেম্বর (রবিবার) থেকে আগামী ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত -এই ১২ দিন প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজ করা হবে। সেই কারণেই ট্রেন চলাচলের সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
বাতিল হয়েছে:
হাওড়া থেকে হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস (এই গুলির ক্ষেত্রে ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)- হাওড়ার দিকে আসা এই ট্রেনগুলিও বাতিল
শিয়ালদহ থেকে শিয়ালদহ-আলিপুরদুয়ার জং কাঞ্চনকন্যা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)- শিয়ালদহের দিকে আসা ট্রেনগুলিও বাতিল।
বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন (Train Route Change) করা হয়েছে। সেগুলি কী কী?
হাওড়া -রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)
হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০ ডিসেম্বর)
শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১১,১৩,১৬,১৮ এবং ২০ ডিসেম্বর)
শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০,১২,১৪,১৫,১৭, ১৯ এবং ২১ ডিসেম্বর)
শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)
শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল
কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস
কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
কলকাতা-যোগবাণী এক্সপ্রেস
শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
কলকাতা-শিলঘাট কাজিরাঙ্গা এক্সপ্রেস
বেঙ্গালুরু-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস
একাধিক ট্রেন ছাড়া সময়ের পরিবর্তনও করা হয়েছে:
আপ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
ডাউন মালদা টাউন-সুরাট এক্সপ্রেস
সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ:
সাহেবগঞ্জ-রামপুরহাট স্পেশাল
রামপুরহাট -গয়া এক্সপ্রেস স্পেশাল
রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশাল
আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল-সহ আরও একাধিক ট্রেনের।
ইস্টার্ন রেলওয়ের ফেসবুক পেজে ট্রেনের গোটা তালিকাটি দেওয়া হয়েছে।
এই বছরেই ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ চলেছিল। প্রি ইন্টারলকিংয়ের কাজ করার জন্য়ই ওই সময় ট্রেন চলাচলে নানা বদল হয়েছিল।
আরও পড়ুন: বছরে একবারই তৈরি এই 'বিশেষ' জিলিপি! খেতে হলে যেতে হবে এখানে