Weather Today: কাল থেকেই ফের বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, একাধিক জেলায় জারি সতর্কতা
Weather Alert: আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত (Weather Update)। আগামী ৪৮ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে (Weather Today) পরিণত হবে। অভিমুখ ওড়িশার দিকে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা কটকের ওপর দিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে ২১ জুলাই (TMC 21 July) বৃষ্টি বাড়তে পারে রাজ্যে। ভারী বৃষ্টি না হলেও রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদ-বৃষ্টির খেলা চলতেই থাকবে গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে জেলায় জেলায়। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় যদি অস্বস্তি হবে। আপাতত তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আজ ও কাল বৃষ্টি কিছুটা কম হলেও বৃষ্টি বাড়তে পারে শুক্রবার।
২১ জুলাই আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস জানিয়েছে, দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শুক্রবার একুশে জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে।
আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে?
কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কাল শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৮৯ শতাংশ। আপাতত তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।






















