West Bengal Weather : আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন রাজ্যে, কোথায় কোথায় বৃষ্টির দাপট?
রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টি।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্য়ুৎসহ হতে পারে বৃষ্টি। অন্যদিকে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। শনিবার তা সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোবে। বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশেও।
উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী কয়েক দিন ক্রমশ বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আজ থেকে আবহাওয়ার পরিবর্তন
দক্ষিণবঙ্গে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে দু- এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। তাপমাত্রা স্বাভাবিকের বেশি, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে রবিবার দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি একসঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প ১০০ শতাংশ। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। রবিবার ও সোমবার বৃষ্টি বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ১০০ শতাংশ।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? কী পূর্বাভাস মৌসম ভবনের ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
01-Sep | 29.0 | 35.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
02-Sep | 29.0 | 35.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
03-Sep | 28.0 | 32.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
04-Sep | 27.0 | 30.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
05-Sep | 27.0 | 31.0 | NA | |
06-Sep | 27.0 | 32.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
07-Sep | 27.0 | 32.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |