(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Weather Update : বৈশাখের শুরুতেই উত্তুঙ্গ পারদ ! ৭ জেলায় তাপমাত্রা পেরলো ৪০ ডিগ্রি, দুই জেলায় তাপমাত্রা ৪১ ছাড়াল
West Bengal Weather Update : আবহাওয়া দফতর জানাচ্ছে, দুই জেলায় তাপমাত্রা ৪১ এর ওপরে। সাত জেলায় ৪০ এর উপরে পারদ।
ঝিলম করঞ্জাই, কলকাতা : বৈশাখের শুরুতেই ৪২ ডিগ্রি পেরিয়ে গেল পানাগড়ের তাপমাত্রা ! পানাগড় এটা নয়, গরমের দৌড়ে রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাই। আবহাওয়া দফতর জানাচ্ছে, দুই জেলায় তাপমাত্রা ৪১ এর ওপরে। সাত জেলায় ৪০ এর উপরে পারদ। কলকাতাতেও ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে তাপমাত্রা।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। পানাগড়ে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। মেদিনীপুর শহর ও বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেছে। মেদিনীপুরে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস আর বাঁকুড়াতে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল কলাইকুন্ডা ব্যারাকপুর ও বর্ধমানে ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রা। এক নজরে দেখে নিন রাজ্যের কোন কোন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি, কতই বা বেশি।
তবে এরই মধ্যে সুখবর উত্তরবঙ্গের জন্য। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ওপরের পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। শুক্রবার লোকসভা ভোটের পয়লা দফা। আর উত্তরবঙ্গ দিয়েই শুরু হচ্ছে ভোট। শুক্রবার যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।
আবহাওয়ার খবর | ||
জায়গার নাম | সর্বোচ্চ তাপমাত্রা | স্বাভাবিকের থেকে কত বেশি |
কলকাতা | 38.7 | 03.0 |
দম দম | 39.5 | 03.4 |
উলুবেরিয়া | 38.5 | 04.3 |
ডায়মন্ড হারবার | 37.9 | 03.7 |
মেদিনীপুর | 41.6 | 04.9 |
দীঘা | 36.1 | 03.5 |
কৃষ্ণনগর | 37.4 | 02.2 |
বাঁকুড়া | 41.5 | 02.6 |
শ্রীনিকেতন | 39.4 | 02.5 |
বেরহামপুর | 37.6 | 00.8 |
সল্টলেক | 37.9 | 1.8 |
ক্যানিং | 36.0 | 0.3 |
কাঁথি | 36.0 | 0.7 |
হলদিয়া | 36.9 | 3.2 |
মগরা | 38.5 | 2.5 |
বর্ধমান | 40.0 | 2.4 |
পানাগড় | 42.7 | 5.1 |
আসানসোল | 40.2 | 2.4 |
পুরুলিয়া | 39.3 | 2.2 |
ব্যারাকপুর | 40.2 | 4.1 |
ঝাড়গ্রাম | 39.0 | 1.3 |
সাগর দ্বীপ | 34.0 | 2.0 |
মালদা | 38.6 | 2.7 |
বালুরঘাট | 36.0 | 1.5 |
তাপপ্রবাহের আশঙ্কা
শুক্র ও শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে পারে লু। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের ৮-১০টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গরমের হাত থেকে বাঁচতে বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। হালকা পোশাক এবং ছাতা ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে জল ORS বা লেবুজল খাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ৭ দিন কেমন তাপমাত্রা থাকবে কলকাতায়, জানাচ্ছে মৌসম ভবন।
|
আরও পড়ুন :
ফের তাপপ্রবাহের হলুদ সতর্কতা ! এই দিনগুলিতে বিপদ এড়াতে বিশেষ নির্দেশ আবহাওয়া দফতরের