West Bengal Weather Update : একধাক্কায় ২২ ডিগ্রি পেরোল সর্বনিম্ন তাপমাত্রা, মাঝ সপ্তাহেই নামবে বৃষ্টি, পড়ুন আবহাওয়ার আপডেট
Weather Update : শীতের আমেজ আরও কমে যাবে ধীরে ধীরে। সোমবার থেকেই আবার ঊর্ধ্বমুখী তাপমাত্রা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : মাঝ ফেব্রুয়ারিতেই লোটাকম্বল নিয়ে বিদায় জানাল শীত। এবার বসন্তের আগমনী। কোকিলের ডাক, পলাশের লাল তো আছেই, এবার তাপমাত্রাও জানান দিল বসন্ত এসে গেছে। আবহাওয়া দফতরও জানাচ্ছে, যেতে যেতে শীতের পিছন ফেরার সম্ভাবনা আর নেই বললেই চলে। কার্যত শীতের বিদায় নিচ্ছে বাংলা থেকে। এবার শুধু বসন্তের অনুভূতি । পশ্চিমের জেলাগুলোতে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। তবে শীতের আমেজ আরও কমে যাবে ধীরে ধীরে। সোমবার থেকেই আবার ঊর্ধ্বমুখী তাপমাত্রা।
কলকাতায় রাতের তাপমাত্রা অনেকটা বাড়ল। সকালে হালকা কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গে সোমবার শুষ্ক আবহাওয়াই থাকবে। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব- পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। ঝড়ো হওয়ার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার।
উত্তরবঙ্গে আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকার কথা। শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলায়। সিকিমের তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায়।
আরও পড়ুন:
আগামী ৪-৫ দিনে চড়বে পারদ, সঙ্গে বৃষ্টি এই জেলাগুলিতে, জানুন আগামী সপ্তাহের ওয়েদার আপডেট
দেখে নেওয়া থাক, আগামী ৭ দিনের কলকাতার আবহাওয়ার আপডেট
সূত্র: https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
19-Feb | 21.0 | 29.0 | Fog/mist in the morning and partly cloudy sky later | |
20-Feb | 21.0 | 30.0 | Partly cloudy sky | |
21-Feb | 22.0 | 31.0 | Partly cloudy sky | |
22-Feb | 22.0 | 31.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
23-Feb | 20.0 | 30.0 | Partly cloudy sky | |
24-Feb | 20.0 | 30.0 | Partly cloudy sky |