এক ধাক্কায় ১৭.৫ তে নামল পারদ, এর মধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি
West Bengal Depression : নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকেই নজর রাখছেন আবহবিদরা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝা সরতেই বঙ্গে শীতের আমেজ ( Winter Weather ) । কলকাতায় এক ধাক্কায় ১৮-র ঘরে নামল পারদ ( Temperature )। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারেই নভেম্বরর দ্বিতীয় সপ্তাহেই নামল পারদ। সকাল থেকেই শীতের আমেজ। কুয়াশা ঘেরা কলকাতার ভোর। উনুনের ধোঁয়ায় হাত সেঁকে নেওয়া। উত্তাপের আরাম চেটেপুটে উপভোগ করছে কলকাতাবাসী।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ( Lowest Temperature ) ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি। শীতের আমেজ আজ রাজ্য জুড়ে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভালই টের পাওয়া যাচ্ছে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
তবে শীতের এই পরশের মধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর এলাকায় তৈরি হবে নিম্নচাপ। সেই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকেই নজর রাখছেন আবহবিদরা।
আগামীর পূর্বাভাস
সোম
রোদ ঝলমলে দিন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তামমাত্রা যথাক্রমে - 29°, 18° ডিগ্রি।
মঙ্গল
রোদ ঝলমলে দিন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তামমাত্রা যথাক্রমে - 29°ও 18° ডিগ্রি।
বুধ
রোদ ঝলমলে দিন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তামমাত্রা যথাক্রমে - 29°ও 19° ডিগ্রি।
বৃহস্পতি
রোদ ঝলমলে দিন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তামমাত্রা যথাক্রমে - 30° ও 19° ডিগ্রি।
শুক্র
রোদ ঝলমলে দিন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তামমাত্রা যথাক্রমে - 29° ও 18° ডিগ্রি।
শনি
রোদ ঝলমলে দিন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তামমাত্রা যথাক্রমে - 29° ও 19° ডিগ্রি।
এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য়
View this post on Instagram