West Bengal Weather Update : ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, ভাসতে পারে এই জেলাগুলি
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতি শুক্রবার।
![West Bengal Weather Update : ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, ভাসতে পারে এই জেলাগুলি West Bengal Weather Update Depression Formed in Bay Of Bengal, these districts may face torrential rain West Bengal Weather Update : ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, ভাসতে পারে এই জেলাগুলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/fa95a585ed7364695e1367b69175f61c166062507560653_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : ভরা বর্ষা থেকে এবার বঞ্চিত । শ্রাবণের শেষে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
আংশিক মেঘলা আকাশ
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতি শুক্রবার।
তাপমাত্রা বাড়বে
দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা একটু বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেশি হবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রাম
শুক্রবার সেই বৃষ্টি কিছুটা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় কমবেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। নতুন করে নিম্ন চাপের প্রভাবে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বৃহস্পতি ও শুক্রবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা , ঝাড়খণ্ড, ছত্তীসগড় এবং মধ্যপ্রদেশেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। - এক নজরে কলকাতার আবহাওয়ার হাল হকিকত -
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে :
Day - দিন Min -সর্বনিম্ন তাপমাত্রা Max - সর্বোচ্চ তাপমাত্রা এক নজরে আবহাওয়া 16-Aug 26.0 31.0 মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি 17-Aug 27.0 34.0 মেঘলা আকাশ, হালকা বৃষ্টি 18-Aug 26.0 34.0 মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি 19-Aug 26.0 32.0 মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 20-Aug 25.0 30.0 মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 21-Aug 26.0 30.0 মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি 22-Aug 27.0 33.0 আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)