(Source: Poll of Polls)
Weather Update : দামাল হবে প্রকৃতি ! ৭ জেলায় ভিজবে অবিরাম, নিম্নচাপের কতটা প্রভাব কলকাতায়?
Weather Update : আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবারও সমুদ্র উত্তাল থাকবে। বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।
কলকাতা : বৃহস্পতিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় সেই নিম্নচাপটি অবস্থান করছে । আর তার জেরে শনি - রবি বঙ্গজুড়ে দুর্যোগের সঙ্কেত দিচ্ছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবারও সমুদ্র উত্তাল থাকবে। বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ায় পরামর্শ দেওয়া হচ্ছে।
শনিবার থেকেই আবহাওয়ার দামালপনার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি হবে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে খুব ভারী বৃষ্টি নাও হতে পারে । বৃষ্টি চললেও আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি তীব্র হতে পারে।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। উত্তরবঙ্গের বাকি জেলায় এই মুহূর্তে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই।
শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। মাঝেমাঝে তীব্র রোদ উঠবে। তখন ঘেমে - নেয়ে যাবেন। দুপুর বা বিকেলে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে রবিবার দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়তে পারে। তবে মোটের উপর কলকাতার আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে না। বৃষ্টির স্বস্তি থাকলেও গরম থেকে রেহাই মিলছে না, আপাতত।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? দেখুন কী জানাল আইএমডি ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
31-Aug | 27.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
01-Sep | 27.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
02-Sep | 27.0 | 33.0 | Generally cloudy sky with Light rain | |
03-Sep | 27.0 | 32.0 | Generally cloudy sky with Light rain | |
04-Sep | 27.0 | 32.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
05-Sep | 27.0 | 32.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।