West Bengal Weather: কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টি? কবে থেকে কমার সম্ভাবনা
West Bengal Weather Today: পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণে আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে।

শিবাশিস মৌলিক, কলকাতা : আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। অন্যদিকে, আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
গত ৫ বছরের মধ্যে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে চলতি মাসে। পরিসংখ্যান বলছে, স্বাভাবিকের থেকে ৬৪% বৃষ্টি বেশি হয়েছে কলকাতায়। জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। যদিও স্বাভাবিকের তুলনায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণে আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত থেকে চলছে বৃষ্টি। বেশ কিছু জায়গায় রাতভর বৃষ্টি হয়েছে। তার ফলে কলকাতা এবং শহরতলির একাধিক জেলায় জল জমেছে বিভিন্ন রাস্তায়। জলমগ্ন রাস্তার জেরে তীব্র যানজটে নাকাল হচ্ছে নিত্যযাত্রীরা। ভোগান্তি চলছে বিগত কয়েকদিন ধরে। তার ফলে সবার মনে প্রশ্ন একটাই যে কবে কমবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধের পর হয়তো আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে বৃষ্টির পরিমাণ বাড়বে, সেই কথাও জানিয়েছে হাওয়া অফিস।
পরিসংখ্যান বলছে, ৬৪০ মিলিমিটার বৃষ্টি ইতিমধ্যেই, এই জুলাই মাসেই হয়ে গিয়েছে কলকাতায়। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৩৬২ মিলিমিটার। অর্থাৎ জুলাই মাসে কলকাতায় স্বাভাবিকের থেকে প্রায় ৬৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। জুলাই মাস শেষ হতে এখনও কিছুটা সময় বাকি। শেষ বেশ কিছু ঘণ্টা বাকি রয়েছে জুলাই মাস শেষ হতে। অন্যদিকে, সমগ্র দক্ষিণবঙ্গেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকে ৫৭১.৮ মিলিমিটার। তবে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে ৭২০ মিলিমিটার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সুস্পষ্ট প্রভাব রয়েছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার।























