Weather Update: দহনজ্বালা থেকে মিলবে স্বস্তি, বঙ্গে বর্ষণের পূর্বাভাস; ভারী বৃষ্টির সতর্কতা জারি এই জেলাগুলিতে
West Bengal Weather: বঙ্গোপসাগরের উপর জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব ও পূর্ব -মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কখনও রোদের দেখা, কখনও আবার আকাশ কালো করে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলায় হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এরই মধ্যে রয়েছে স্বস্তির খবরও। আগামী কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলাতে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: বৃহস্পতি এবং শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সবথেকে বেশি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে। বইবে ঝোড়ো হাওয়াও। পাশাপাশি আগামী সপ্তাহতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায়।
- 13.06.25: ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- 14.06.25: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- 15.06.25: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বইবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি হতে পারে।
- 16.06.25: ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি।
- 17.06.25: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া বইবে। বিশেষত উপরের পাঁচ জেলায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে।
- 13.06.25: ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি হতে পারে। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়িতে।
- 14.06.25: ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। জারি কমলা সতর্কতা। ভারী পূর্বাভাস উপরের বাকি তিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়।
- 15.06.25: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।























