Weather Update:বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা ! ১৫ জেলায় দুর্যোগের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
West Bengal Weather Update: আগামীকাল কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ? দেখুন একনজরে
কলকাতা: সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা সত্যি হয়েছে। আজ রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। এদিকে গত ৪৮ ঘণ্টায় বজ্রপাতের জেরে জেলায় প্রাণও হারিয়েছেন একাধিক। পাশাপাশি একটানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। এহেন পরিস্থিতিতে রাত পেরোলে কেমন থাকবে মেঘের মেজাজ ? কেমন আবহাওয়া থাকবে আগামীকাল ? জানাল হাওয়া অফিস (West Bengal Weather Update)।
আইএমডি সূত্রে খবর, আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার আপডেট চেক করতে এবং বজ্রবিদ্যুৎ এর সময় নিরাপদ আশ্রয় যেতে। অপরদিকে, উত্তরবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। কিন্তু বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এছাড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হবে।
সম্প্রতি প্রবল বর্ষণের মাঝেই বিতর্কে জড়ায় ডিভিসি ইস্যু। DVC-র ছাড়া জলে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের একাংশে বানভাসি পরিস্থিতি তৈরি হয়। জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি। নিচু এলাকাগুলিতে জল ঢুকছে হু-হু করে। ঘাটাল শহরেও জল। মনসুকা গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রাম জলবন্দি। আপাতত বৃষ্টি কমায় DVC ও দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে।
এক নাগাড়ে ভারী বৃষ্টি। এর মধ্যেই জল ছাড়তে শুরু করেছিল DVC. সেই জলেই দামোদরের নিম্ন অববাহিকায় বানভাসি পরিস্থিতি তৈরি হয়। জলে ভাসছে রাজ্যের তিন জেলার একাংশ। অন্যদিকে, টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল।DVC-র ছাড়া জলে ভাসছে উদয়নারায়ণপুরের মনসুকা গ্রাম। প্রায় ৫০ মিটার বাঁধ জলের তোড়ে বসে যাওয়ায় হু-হু করে জল ঢুকছে।জলের তলায় চাষের জমি। এরই মধ্যে রবিবার ফের প্রবল বর্ষণের আশঙ্কা জেলায় জেলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।