Weather Update : বিকেলের পরই বদলে যাবে আবহাওয়া, ফের প্রকৃতির রুদ্ররূপ দেখবে কলকাতা ?
Kalboisakhi Forecast In Kolkata : শুক্রবার কোথায় কোথায় বাড়বে দুর্যোগ? কখন নামবে বৃষ্টি? কলকাতা জুড়েও কি আজ দুর্যোগের ইঙ্গিত ?
ঝিলম করঞ্জাই, কলকাতা : আজ ফের দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) হতে পারে কালবৈশাখী ( Kalboisakhi)। কলকাতা সহ সব জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কোথায় কোথায় বাড়বে দুর্যোগ? কখন নামবে বৃষ্টি? কলকাতা জুড়েও কি আজ দুর্যোগের ইঙ্গিত ?
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আকাশ শুক্রবার মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনভর। তাপমাত্রা ৩২ থেকে ২২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম ছিল। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০৬২.২ মিমি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৮ %, সর্বনিম্ন ৭২%।
বিকেলের পরই দুর্যোগ
শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। কলকাতা সহ সব জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি।
শুক্রবার বিকেলের পর কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা।
শনি ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে; বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। উত্তরবঙ্গের শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তবে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আরও পড়ুন, শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড়, ১ ঘণ্টা ৯ মিনিটের CCTV ফুটেজ দেখাল রাজভবন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।