এক্সপ্লোর

Kolkata Raj Bhavan CCTV: শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড়, ১ ঘণ্টা ৯ মিনিটের CCTV ফুটেজ দেখাল রাজভবন

CV Ananda Bose: বৃহস্পতিবার এই দু'টি ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন ঘটনার দিন প্রচুর পুলিশ ছিল রাজভবনে।

কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হল রাজভবনের তরফে (Raj Bhavan CCTV Footage)। ৫.৩২ মিনিট থেকে ৬.৪১ মিনিট পর্যন্ত ফুটেজ দেখাল রাজভবন। রাজভবনের মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ছবি প্রকাশ্যে আনল রাজভবন। ফুটেজে দেখা যাচ্ছে ৫.৩২ মিনিটে অভিযোগকারিণী যাচ্ছেন পুলিশের একটি রুমে। পরে ৫.৪০ মিনিট নাগাদ পাশের একটি রুমে যাচ্ছেন অভিযোগকারিণী। (Kolkata Raj Bhavan CCTV) রাজভবনের ভিতরের কোনও ফুটেজ দেখানো হয়নি। 

বৃহস্পতিবার এই দু'টি ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন ঘটনার দিন প্রচুর পুলিশ ছিল রাজভবনে। কারণ ওই দিন রাতেই রাজভবনে এসে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  অভিযোগকারিণী দু'সপ্তাহে দু'বার শ্লীলতাহানির অভিযোগ তোলেন, যার প্রেক্ষিতে রাজভবনের ফুটেজ দেখতে চায় লালবাজার। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হবে না। বরং ইমেলে যাঁরা যোগাযোগ করবেন, তাঁদের ফুটেজ দেওয়া হবে বলে জানান তিনি। সেই মতোই এদিন ১ ঘণ্টা ৯ মিনিটের ওই ফুটেজ প্রকাশ করা হয়। (CV Ananda Bose)

এদিন যে CCTV ফুটেজ প্রকাশ করা হয়েছ, তাতে শুধুমাত্র অভিযোগকারিণীর গতিবিধিই চোখে পড়েছে। দু'টি CC ক্যামেরার ফুটেজই সামনে আনা হয়েছে। একটি ফুটেজে দেখা গিয়েছে, হন্তদন্ত হয়ে ওই তরুণী প্রথমে রাজভবনের OC-র ঘরে যাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে পের আবার অ্যাডিশনাল OC-র ঘরে ঢুকছেন। তবে যে কনফারেন্স রুমে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ওই তরুণী, সেখানকার ফুটেজ দেখা যায়নি এদিন। করিডরের ফুটেজও দেখানো হয়নি। হেয়ার স্ট্রিট থানার পুলিশের রাজভবনে ঢোকার দৃশ্যও চোখে পড়েনি CCTV ফুটেজে।

আরও পড়ুন: Sandeshkhali Case: ভুয়ো ধর্ষণের মামলা প্রত্যাহার করতে চাওয়ায় হুমকি, ভয় দেখানোর অভিযোগ, সন্দেশখালির পিয়ালিকে থানায় তলব

তবে অভিযোগকারিণী যে অভিযোগ করেছেন, যে দু'দিন তাঁর শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল, রাজভবনের যে ঘরে তাঁকে ডাকা হয়েছিল বলে অভিযোগ করেছেন, সেখানকার কোনও CCTV ফুটেজ সামনে আনেননি রাজভবন। সেখানে আদৌ কোনও CCTV রয়েছে কি না, তাও জানা যায়নি এখনও পর্যন্ত। দু'দিন যে নির্দিষ্ট সময়ে শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগ করেন ওই তরুণী, সেই সময়কার কোনও ফুটেজও সামনে আসেনি।

এদিন রাজভবনের তরফে বড় স্ক্রিনে নর্থ গেটের বাইরের ফুটেজটি দেখানো হয়। ওই দিন রাতে রাজভবনে এসে ওঠেন প্রধানমন্ত্রী। তাই রাজভবনে পুলিশি তৎপরতা চোখে পড়ছে ফুটেজে। কিন্তু যে ঘরে, যে সময়ে শ্লীলতাহানি হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন অভিযোগকারিণী, নির্দিষ্ট করে তার কোনও ফুটেজ সামনে আসেনি।

এই ফুটেজ নিয়ে মুখ খুলেছেন রাজ্য়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, "রাজ্যপাল রাজ্যের পালনকর্তা। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক মহিলা। আর উনি বলছেন, 'দেখো বাবু, আমি কত ভাল। কিছুই করিনি'। প্রথমে বলেছিলেন কাউকে ফুটেজ দেখাবেন না। পরে বললেন প্রথম ১০০ জন আবেদনকারীকে ফুটেজ দেখানো হবে। রাজ্যের ১১ কোটি মানুষের মধ্যে ১০০ জনকে। কিন্তু যে ফুটেজ দেখালেন, তা দেখিয়ে কী হল, বোধগম্য হল না। যা দেখা গিয়েছে, তা তো তরুণী আগেই জানিয়েছেন।" যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। এই বিতর্কে অংশ নিতে চান না বলে জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার কলকাতা পুলিশের কাছে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন রাজভবনের অস্থায়ী কর্মী ওই মহিলা। তিনি জানান, প্রথমে ২৪ এপ্রিল, তার পর ওই দিন ফের তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল। চাকরিতে স্থায়ী নিয়োগ এবং পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ডেকে পাঠান, তার পর রাজ্যপাল অশালীন আচরণ করেন বলে অভিযোগ তোলেন ওই তরুণী। এমনিতে সাংবিধানিক রক্ষাকবচ পান রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার অনুমতি নেই সংবিধানে।

সেই কারণে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেনি কলকাতা পুলিশ। তবে লালবাজারের তরফে রাজভবনের CCTV ফুটেজ চাওয়া হয়। কিন্তু পুলিশ এবং আদালতের তদন্তের এক্তিয়ার নেই বলে জানান রাজ্যপাল। পুলিশ বা মমতা সরকারকে নয়, সাধারণ মানুষে ইমেলে আবেদন করলে ফুটেজ দেওয়া হবে বলে জানান। রাজভবনের কর্মীদের পুলিশের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ সাজানো, ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Lok Sabha Election 2024: আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
Lok Sabha Election 2024: পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
IPL 2024 Points Table: শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
Mamata Banerjee Comment Controversy: 'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
Advertisement
for smartphones
and tablets

ভিডিও

Loksabha Election 2024: 'বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে', অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVELoksabha Election 2024: 'বিরোধীদের কিছু নেই তাই এত অভিযোগ', বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় | ABP Ananda LIVELoksabha Election 2024: খানাকুলে বিজেপির উপপ্রধান আক্রান্ত হওয়ার ঘটনায় গ্রেফতার ২ | ABP Ananda LIVELoksabha Election 2024: ভোটের আগের রাতে সালকিয়ায় সিপিএমের অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lok Sabha Election 2024: আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
Lok Sabha Election 2024: পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
IPL 2024 Points Table: শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
Mamata Banerjee Comment Controversy: 'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
Loksabha Elections 2024: বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির জেরে তুলকালাম বরানগরে
বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির জেরে তুলকালাম বরানগরে
Weather Update: নির্ধারিত সময়ের আগেই বর্ষা ? আগামী কয়েকদিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
নির্ধারিত সময়ের আগেই বর্ষা ? আগামী কয়েকদিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
IPL 2024 Playoffs: কেকেআরের প্রতিপক্ষ হায়দরাবাদ, প্লে অফে চার দলের লড়াই কবে-কোথায়?
কেকেআরের প্রতিপক্ষ হায়দরাবাদ, প্লে অফে চার দলের লড়াই কবে-কোথায়?
Adhir Chowdhury: 'এই বাংলায় যে মহিলা আমাদের খতম করেছেন, তাঁর সঙ্গে দোস্তি নয়', আজও স্পষ্ট বার্তা অধীরের
'এই বাংলায় যে মহিলা আমাদের খতম করেছেন, তাঁর সঙ্গে দোস্তি নয়', আজও স্পষ্ট বার্তা অধীরের
Embed widget