West Bengal Weather Update : আজ সকাল থেকেই চড়ছে পারদ ! দুপুরে কোথায় গিয়ে পৌঁছবে তাপমাত্রা?
Kolkata Weather Report : আলিপুর আবহাওয়া দফতরের মতে, গত ৫০ বছরে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা। ১৯৮০ সালে ২৫ এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।
ঝিলম করঞ্জাই, কলকাতা : কলকাতার পারদ ৪৩ ছুঁয়েছে। এই পরিস্থিতি আরও কিছুদিন চলবে। তবে এরই মধ্যে এসেছে সুখবর। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধের সকালেই সর্বনিম্ন তাপমাত্রা ৩০-এ পৌঁছেছে। শনিবার পর্যন্ত চলবে এই তাপপ্রবাহ। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ছুঁয়েছিল।
বুধের সকালেও শুকনো গরম থাকবে। বেলা শেষে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। গরম ও অস্বস্তিও থাকবে। আগামী চার দিন একই রকম থাকবে তাপমাত্রা। বেলা বাড়লে গরম হাওয়ার দাপট। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই । উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবি ও সোমবার নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে।
কলকাতার তাপমাত্রা
বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৩০.০ ডিগ্রি (+৩.৯)। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.০ ডিগ্রি (+৭.৪) । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২১ থেকে ৮৬ শতাংশ। বৃষ্টিপাত হয়নি।
মঙ্গলবার কলকাতার আলিপুর ও দমদমে ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের মতে, গত ৫০ বছরে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা। ১৯৮০ সালে ২৫ এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৪ সালে এপ্রিলে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
মঙ্গলবার কোথায় কত তাপমাত্রা ছিল? জানাল IMD
দক্ষিণবঙ্গে ৪ তারিখ পর্যন্ত সব জেলাতেই রয়েছে হিট ওয়েভের সতর্কবার্তা। দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের চরম সতর্কতা জারি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার বিকেল থেকে উপকূলে মেঘলা আকাশ। রবিবার ৫ মে বৃষ্টি ৩ জেলায়। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলা সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাবে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উপকূলের জেলায়।
তবে এরই মধ্যে সুখবর, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি চলবে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতিই থাকবে। আরও দুদিন একই রকম থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গে। দুদিন পর শুক্রবার থেকে উত্তুরে হওয়া বইতে পারে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে।
আরও পড়ুন :
শনিবার বিকেল থেকেই ঘনাবে মেঘ ? বড় সুখবর আবহাওয়া দফতরের