West Bengal News Live Updates: পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার, প্রতিবাদে আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক বিজেপির
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
LIVE
Background
শৃঙ্খলা নিয়ে নেতৃত্বের কড়া বার্তার পরেও বেলাগাম হুমায়ুন। এবার সরাসরি কল্যাণ-ববিকেই চ্যালেঞ্জ।
জাতীয় কর্মসমিতির বৈঠকের পরেই অভিষেকের হয়ে ফের ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের।
অনেকের হাতে ৩-৪টি দফতর, অভিষেক এলে আপত্তি কেন? তৃণমূলের রদবদলের পরেই সুর চড়ালেন হুমায়ুন।
শৃঙ্খলারক্ষায় একাধিক কমিটি। তাও বেপরোয়া হুমায়ুন। ২ পাতার নোটিসে ৪ পাতার জবাবের হুঙ্কার। যা করছেন ঠিক নয়, নজর রাখছে দল, বার্তা কুণালের।
আর জি কর নিয়ে সরব, মুখপাত্রের পদ হারানোর পরে এবার সরকারি সুরক্ষাও হারালেন শান্তনু সেন। প্রাক্তন সাংসদের দায়িত্বে থাকা ২ পুলিশকর্মী প্রত্যাহার।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। হঠাৎ বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। দেখা করলেন শুভেন্দু-নৌশাদের সঙ্গে।
থ্রেট কালচারে অভিযুক্ত কল্যাণীর জেএনএমের ৪০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের। হস্টেলে থাকায় নিষেধ। তদন্ত নিয়ে কাউন্সিলকে প্রশ্ন।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলেই পার্থ, প্রায় আড়াই বছর পরে জামিনে মুক্ত বান্ধবী অর্পিতা। প্যারোলের মেয়াদ শেষের আগেই গেলেন আলিপুর জেলে।
আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক বিজেপির।
West Bengal News Live: চিটফান্ড মামলায় প্রভাবশালী-যোগ খুঁজতে এবার ইডি-র হাতে গ্রেফতার প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলে
চিটফান্ড মামলায় প্রভাবশালী-যোগ খুঁজতে এবার ইডি-র হাতে গ্রেফতার প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলে। গতকাল দিনভর তল্লাশি চালিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বাবা বাসুদেব বাগচীকে গ্রেফতার করেছে ইডি। মুম্বই থেকে ছেলে অভীক বাগচীকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। অভীককে আজই নিয়ে আসা হবে কলকাতায়। ১৯৯৭ সালে দিল্লি থেকে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী। ইডি-র দাবি, এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা প্রয়াগ গোষ্ঠা ফেরত দেয়নি বলে অভিযোগ।
WB News Live: মালদার গাজোলে পুকুরের দখলদারি নিয়ে তুলকালাম
মালদার গাজোলে পুকুরের দখলদারি নিয়ে তুলকালাম। অভিযোগ, ২টি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে গ্রামের ২ পক্ষের মধ্য়ে। মঙ্গলবার তাই চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ এবং দমকলের ১টি ইঞ্জিন।
West Bengal News Live: চিটফান্ড তদন্তে রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি
চিটফান্ড তদন্তে রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টরদের ফ্ল্যাট, জোকার হোটেল-কাম রেস্তোরাঁ-সহ ৩ জায়গায় তল্লাশি চালাল ইডি। আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক অভিযোগ রয়েছে প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টরদের বিরুদ্ধে।
WB News Live: শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার
শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার। তুলে নেওয়া হল প্রাক্তন তৃণমূল সাংসদের দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে। এর আগে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়। আর জি কর-কাণ্ডে মুখ খোলার জের? প্রতিক্রিয়া দিতে নারাজ শান্তনু সেন।
West Bengal News Live: আর জি কর কাণ্ডের ৩ মাস পার, এবার বিচারের দাবিতে বিধানসভায় গেলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা
আর জি কর কাণ্ডের ৩ মাস পার। এবার, বিচারের দাবিতে বিধানসভায় গেলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। দেখা করলেন শুভেন্দু অধিকারী, নৌশাদ সিদ্দিকির সঙ্গে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিচারের দাবিতে ১০ই ডিসেম্বর, রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি।