West Bengal News Live Updates: শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
LIVE
Background
শৃঙ্খলা নিয়ে নেতৃত্বের কড়া বার্তার পরেও বেলাগাম হুমায়ুন। এবার সরাসরি কল্যাণ-ববিকেই চ্যালেঞ্জ।
জাতীয় কর্মসমিতির বৈঠকের পরেই অভিষেকের হয়ে ফের ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের।
অনেকের হাতে ৩-৪টি দফতর, অভিষেক এলে আপত্তি কেন? তৃণমূলের রদবদলের পরেই সুর চড়ালেন হুমায়ুন।
শৃঙ্খলারক্ষায় একাধিক কমিটি। তাও বেপরোয়া হুমায়ুন। ২ পাতার নোটিসে ৪ পাতার জবাবের হুঙ্কার। যা করছেন ঠিক নয়, নজর রাখছে দল, বার্তা কুণালের।
আর জি কর নিয়ে সরব, মুখপাত্রের পদ হারানোর পরে এবার সরকারি সুরক্ষাও হারালেন শান্তনু সেন। প্রাক্তন সাংসদের দায়িত্বে থাকা ২ পুলিশকর্মী প্রত্যাহার।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। হঠাৎ বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। দেখা করলেন শুভেন্দু-নৌশাদের সঙ্গে।
থ্রেট কালচারে অভিযুক্ত কল্যাণীর জেএনএমের ৪০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের। হস্টেলে থাকায় নিষেধ। তদন্ত নিয়ে কাউন্সিলকে প্রশ্ন।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলেই পার্থ, প্রায় আড়াই বছর পরে জামিনে মুক্ত বান্ধবী অর্পিতা। প্যারোলের মেয়াদ শেষের আগেই গেলেন আলিপুর জেলে।
আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক বিজেপির।
West Bengal News Live: ওপারে গ্রেফতার সন্ন্যাসী, এপারে প্রতিবাদ বিজেপির
ওপারে গ্রেফতার সন্ন্যাসী, এপারে প্রতিবাদ বিজেপির। শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান। রবীন্দ্র সদন থেকে বেক বাগান পর্যন্ত বিজেপি বিধায়কদের মিছিল। হাতে পোস্টার, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজেপির মিছিল।
WB News Live: ইঁদুরে কেটে দিয়েছে বিদ্যুতের তার, সকাল থেকে কাশীপুর মহাশ্মশানে সৎকারের কাজ বন্ধ
ইঁদুরে কেটে দিয়েছে বিদ্যুতের তার। তাই সকাল থেকে কাশীপুর মহাশ্মশানে সৎকারের কাজ বন্ধ। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে দুর্ঘটনা এড়াতে সিদ্ধান্ত। দুর্ঘটনার সম্ভাবনা এড়াতেই সন্ধে ৭টা পর্যন্ত কাশীপুর মহাশ্মশান বন্ধ রাখার সিদ্ধান্ত। প্রশ্নের মুখে শ্মশানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা।
West Bengal News Live: আবাস যোজনায় বঞ্চনার অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা
আবাস যোজনায় বঞ্চনার অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। প্রায় দেড়ঘণ্টা বন্ধ থাকল চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস। অভিযোগ, এই পঞ্চায়েতের ৮১ ও ৮২ নম্বর বুথের বাসিন্দারা আবাস যোজনায় ঘর পাননি। কেন বঞ্চিত করা হচ্ছে, এই প্রশ্ন তুলে আজ সকালে পঞ্চায়েত অফিসে তালা মেরে দেন গ্রামবাসীরা। প্রধানকে নিয়ে জয়েন্ট বিডিও হাজির হন পঞ্চায়েত অফিসে। প্রশাসনের আশ্বাসে পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন গ্রামবাসীরা।
WB News Live: পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী
পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী। খারাপ লাগা তো আছেই। কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেছি। কী কারণে মুখপাত্র পদ গেল, জানি না, জানলে ভাল হত। মমতার পর অভিষেক, এবার হুমায়ুনের সুর অরূপ চক্রবর্তীর।
West Bengal News Live: রায়দিঘিতে বিজেপির প্রধানকে ৭ ঘণ্টা তালাবন্দি করে রাখলেন তৃণমূল নেতা, কর্মীরা
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির প্রধানকে ৭ ঘণ্টা তালাবন্দি করে রাখলেন তৃণমূল নেতা, কর্মীরা। পঞ্চায়েত অফিসের বাইরে চলল অবস্থান-বিক্ষোভ। বিভিন্ন ইস্যু নিয়ে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল নেতা, কর্মীরা। বিজেপি প্রধানকে দোষারোপ করে পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে দেন তাঁরা। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত তালাবন্দি অবস্থায় ছিলেন প্রধান, কয়েকজন মহিলা পঞ্চায়েত সদস্যা ও পঞ্চায়েত অফিসের কর্মীরা। বিজেপি প্রধানের অভিযোগ, রায়দিঘি থানায় ফোন করেও পুলিশের সাহায্য মেলেনি। পরে জয়েন্ট বিডিও-র মধ্যস্থতায় প্রধান-সহ অন্যরা মুক্তি পান। প্রধান পঞ্চায়েতের কাজের হিসেব দিতে পারেননি বলেই আটকে রাখা হয়, সাফাই তৃণমূলের।