Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় দুর্যোগের আশঙ্কা ! রাতভর বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
West Bengal Weather Update: রাতভর বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? দেখুন একনজরে
কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদের (RG Kar Protest) ঢেউ কলকাতা -সহ জেলায় জেলায়। পাশাপাশি রাত দখলের ডাক (Reclaim the Night)। এদিকে ফের আশঙ্কার বার্তা শোনাল হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (West Bengal Weather Update)।
আগামীকাল কেমন থাকবে আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
IMD সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল কলকাতার আকাশ মেঘলা থাকবে । রবিবার সকাল থেকেই অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতা। সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭। বিকেল সাড়ে ৫ টায় তা গিয়ে পৌঁছয় ৮১ শতাংশে। পাশাপাশি আগামীকাল কলকাতায় তাপমাত্রার খুব একটা বদল হবে না। মূলত ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা।
বৃষ্টি মাথায় নিয়েই চলছে প্রতিবাদ
প্রসঙ্গত, একদিকে খারাপ আবহাওয়ার মধ্যেই বাংলা জুড়ে চলছে আরজিকর কাণ্ডে প্রতিবাদ। তবে বৃষ্টি মাথায় নিয়েই আন্দোলনকারীরা প্রতিবাদ জানাচ্ছে। স্বাধীনতার রাতেও ভিজেছিল একাধিক জায়গা। দেখতে দেখতে মাস পেরিয়েছে। পরের মাসেই পুজো। ঠিক এমন সময় অব্যহত বৃষ্টি। গত কয়েক মাস আগে, চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল। গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল রাজ্য তথা দেশের মানুষের।
আরও পড়ুন, RG করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ নৈহাটিতে ! 'রাজনৈতিক লোকজন ঢুকে হাত চালিয়েছে..'
কবে বর্ষা ঢুকবে, এ নিয়ে রীতিমত সকলেই দিন গুণছিল মানুষ। আর ঠিক সেই সময়েই আশা সত্যি করে দেরি হলেও বাংলায় বর্ষা প্রবেশ করে।কিন্তু সেই বর্ষাও শান্তি বয়ে আনেনি।সম্প্রতি দফায় দফায় ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার জনজীবন। বৃষ্টির জেরে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টির জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়। জোয়ারের সময় বাঁধের কানায় জল চলে আসে। সুন্দরবনের বেহাল বাঁধ উপচে জল প্রবেশ করে নামখানা, সাগর ও পাথরপ্রতিমার বেশ কিছু এলাকায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।