Budget Session 2025: 'নারীশক্তির পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে', বললেন প্রধানমন্ত্রী
ABP Ananda Live: 'ভারতের শক্তি বিশ্বের মধ্যে নিজেকে আলাদাভাবে চিহ্নিত করেছে'। 'তৃতীয় মোদি সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট'। 'বিকশিত ভারতের সঙ্কল্প নেওয়া হয়েছে'। 'এই বাজেট এক নতুন বিশ্বাস তৈরি করবে'। 'দেশের সর্বাঙ্গীণ বিকাশের সঙ্কল্প নেওয়া হয়েছে'। 'নারীশক্তির পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে'। 'রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম - এটাই আমাদের লক্ষ্য'। 'আমাদের দেশের যুব-শক্তির ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য'। 'তারা যখন ৪০-৪৫ বছর বয়সে পৌঁছবে'। তখন তারা খুবই লাভবান হবে'।
ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। '৬ ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করতে হবে নিম্ন আদালতকে'। গত মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি আদালতের দ্বারস্থ আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল। আমাদের আশঙ্কা আগামী তিন দিনের মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর। 'CBI-এর তরফে আমরা আগে কোনও নথি পাইনি'। 'এখন বিশেষ আদালতের নির্দেশের পরে সেই নথি আমাদের দেওয়া হচ্ছে'। তিন দিনের মধ্যে প্রায় দশ হাজার পাতার নথি আমরা দেখবো কী করে? সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর। দ্রুত শুনানির আর্জি এবং সময়সীমা বাড়ানোর আবেদন ফেরালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিশেষ আদালতে গিয়ে শুনানি শুরু করুন, সন্দীপ ঘোষের আইনজীবীদের পরামর্শ বিচারপতির। টকার বা কাদের জন্য দেরি হচ্ছে বলতে পারব নাট। তবে নিম্ন আদালতে এই বিচার প্রক্রিয়ায় পদ্ধতিগত বিলম্ব হচ্ছে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।


















