West Bengal Weather Update : আজই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
আজ বিকেলে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
West Bengal Weather Update : দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কালই এটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। প্রভাব পড়তে পারে বাংলা, ওড়িশা উপকূলে। সতর্কতা হিসেবে সমুদ্রে থাকা মত্স্যজীবীদের আগামীকালের মধ্যে উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
এদিকে, আজও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ বিকেলে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
বৃষ্টিপাতের সম্ভাবনা
প্রচণ্ড তাপপ্রবাহ থেকে কিছুটা রেহাই মিলতে চলেছে সারা দেশে। অনেক রাজ্যেই মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বুধবার রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে। বইতে পারে প্রবল বাতাস। আবহাওয়া দফতর (আইএমডি)-র পূর্বাভাস, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে নিম্নচাপের প্রভাব পড়তে পারে। এর প্রভাবে আগামী দুই দিন কোথাও কোথাও প্রবল বাতাস ও ধূলিঝড়ও হতে পারে। বাতাসের গতি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। দুই দিন পর আবার বাড়তে শুরু করবে এখানকার তাপমাত্রা।
Weather Update (4 May 2022)
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) May 4, 2022
Heavy rainfall at isolated places very likely over Kerala-Mahe, Nicobar Islands, Assam & Meghalaya and Nagaland, Manipur, Mizoram & Tripura.@Indiametdept pic.twitter.com/vsjPSpzmh0
শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে আবহাওয়া দফতর সূত্রে খবর, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।